আজ ধনতেরস উৎসব (Dhanteras Festival)। ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। ধনতেরস শব্দের অর্থ হলো সমৃদ্ধি এবং সম্পদ। দীপাবলীর (Diwali 2023) সময় যে লক্ষ্মীপুজো হয় তার দু দিন আগে পালিত হয় ধনতেরস। দামি ধাতু কিনে সম্পদের দেবতা কুবের-এর পুজো হয় এদিন। 'ধন' শব্দের অর্থ সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরোতম দিনে হয় ধনতেরস। পাঁচ দিন ধরে চলা দীপাবলী উৎসবের শুরুটা হচ্ছে ধনতেরস দিয়েই। বছরের সবচেয়ে শুভ দিন মনে করা হয় ধনতেরসকে।
যেহেতু এই উৎসবে সোনা- রুপোর গহনা কেনার প্রচলন রয়েছে তাই দামকে উপেক্ষা করে ধনতেরসের শুভ মুহূর্তে সোনা কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। সামনে বিয়ের মরসুম আসছে ফলে সোনার চাহিদা থাকবে আরও বেশি। তাই ক্রেতার পকেটে একটু টান পড়বে বৈ কী! তবে সবকিছু ভুলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলকে পাঠিয়ে দিন আজকের শুভেচ্ছা বার্তা।