বছর শেষের আগে আবার চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। কেন্দ্র থেকে রাজ্য চিন্তায় সকলেই। তবু  কি বছর শেষের বড়দিনের উৎসবটা ম্যাড়ম্যাড়ে করে কাটানো যায়? মোটেই তা নয়। একদিকে যেমন মনে চলতে হবে স্বাস্থ্যবিধি, নিজের এবং কাছের মানুষের নিরাপত্তার বিষয়টা জোর দিয়ে ভাবতে হবে, তেমনই বড়দিনটাকেও করে তুলতে হবে সুন্দর।

তাই কাছের মানুষদের পাশে থেকে  আপনার একটা ছোট্ট শুভেচ্ছা বার্তা জানিয়ে দিতে পারে সব সময় যে তাঁদের পাশে আপনি আছেন। সেই বার্তা দিতেই লেটেস্টলি বাংলা নিয়ে এল বড়দিনের শুভেচ্ছা বার্তা।