রাত পোহালেই শিশু দিবস। শুধু শিশুদের জন্য় উদযাপন নয়, এই দিনটি চাচা নেহরুর জন্মদিন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তথা অন্যতম রূপকার; তাঁর আবির্ভাব দিবসও ১৪ নভেম্বর। নেহরু সাহেব সবসময় শিশুদের গুরুত্ব দিতেন। তাঁদের ভবিষ্যতকে সুরক্ষিত করতে চাইতেন। তিনি জানতেন, আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ শিশুরা। তারাই গড়বে দেশকে। এই বিশেষ দিনে পরিবারের ক্ষুদে সদস্যকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না যেন। আর সেই কাজকে সহজ করতেই শিশু দিবসের শুভেচ্ছা বার্তা নিয়ে আগেভাগেই চলে এসেছে LatestLY বাংলা। এখন শুধু শুভেচ্ছা শেয়ার করার অপেক্ষা মাত্র।