Chhath Puja 2023 Wishes In Bengali: সূর্য বন্দনার আর এক নাম ছট পুজো, শুরু দ্বিতীয় দিনের পুজোর প্রস্তুতি, প্রিয়জনদের জানান শুভেচ্ছা

গোটা ভারত (India) জুড়ে যতগুলি বড় উৎসব রয়েছে, তার মধ্যে অন্যতম ছট পুজো। গোটা দেশে ৪ দিন ধরে পালন করা হয় ছট পুজো। ছট পূজার প্রধান কেন্দ্রে আছেন সূর্য দেবতা ও ছট মাতা। বলা যায় সূর্য বন্দনার আর এক উৎসবের নাম ছট পুজো।পরিবারের সুখ-সমৃদ্ধি এবং তাদের সন্তানদের কল্যাণের জন্য প্রায় ৩দিন উপবাস করেন মহিলারা। এই পুজো সূর্য ষষ্ঠী নামেও পরিচিত। কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থীতে 'নহে খায়' থেকে চার দিনের ছট পূজা শুরু হয় এবং পঞ্চমীতে শেষ হয়।

আজ দ্বিতীয় দিন, পঞ্চমী তিথি লোহন্ডা ও খরনা-

কার্তিক মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে লোহন্ডা ও খরনা পালিত হয়, এ বছর ১৮ নভেম্বর(শনিবার) লোহন্ডা ও খরনা পালিত হবে। এদিন সকাল থেকে নির্জলা ব্রত পালন করার পর সন্ধে নাগাদ বাড়িতে পুজো করা হয়। পুজোয় পায়েস, লুচির ভোগ দেওয়া হয়। সঙ্গে থাকে কলা। এর পর যিনি উপবাস করছেন তিনি সেই ভোগ গ্রহণ করেন। ছট পুজোর প্রথম দিন থেকেই রসুন, পেঁয়াজ বর্জিত খাবার রান্না করা হয়। পঞ্চমীর দিন সূর্যোদয় হবে সকাল ৫টা ৫৪ মিনিটে ও সূর্যাস্ত হবে সন্ধে ৪টা ৪৮ মিনিটে।

আজ সেই উৎসবের দ্বিতীয় দিন, এই উৎসবের সকালে আপনাদের পরিবার ও বন্ধুদের জন্য রইল ছট পুজোর শুভেচ্ছা বার্তা।