Saraswati Puja (Photo Credit: File Photo)

শনিবার বসন্ত পঞ্চমী (Basant Panchami। বাকদেবীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। সকালে হলুদ মেখে স্নান করে, হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবিতে সেজে ছোট্ট ছোট্ট মানুষগুলো যখন রাস্তায় বের হয়, তখন যেন এক অন্যরকম মাদকতা ছড়িয়ে পড়ে। তবে করোনাকালে গত বছরের মতো এবারও সরস্বতী পুজোয় রাখঢাক থাকছে। তাই প্রত্যেকবারের মতো এবারের সরস্বকতী পুজোর আনন্দ বাঙালি কতটা চেটেপুটে নিতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। তবে সে যাই হোক না কেন, সবস্বতী পুজো (Saraswati Puja) নিয়ে বাঙালির আবেগে কোনও ভাটা পড়েনি। দেবী  সরস্বতীর আরাধনা তো করবেন কিন্তু বাকদেবী সম্পর্কে এই তথ্যগুলি জানেন কি?

আরও পড়ুন: Republic Day 2022: 'ও আমার দেশের মাটি, তোমার পর ঠেকাই মাথা', প্রজাতন্ত্র দিবসে জানান ভার্চুয়াল শুভেচ্ছা

১- বসন্ত পঞ্চমীতে যে সরস্বতীর আরাধনা করা হয়, তাঁকে বাকদেবী বলেও সম্মোধন করা হয়।

২- পদ্মের উপর আসীন বিদ্যার দেবীর পরণে থাকে সাদা রঙের শাড়ি। বাহন হাঁস।

৩- বাকদেবীর আরাধনায় সকাল সকাল স্নান সেরে শুদ্ধ আচারে মন্ত্র পড়তে দেখা যায় আট থেকে আশি প্রত্য়েককে।

৪- পার্বতী এবং লক্ষ্মীর সঙ্গে থাকেন সরস্বতী। সেই কারণে তাঁকে 'ত্রিদেবী'-র এক রূপ হিসেবে বর্ণনা করেন অনেকে।

৫- সরস্বতী পুজোয় দেওয়া হয় শিশুদের হাতেখড়ি। কলম, কুল দিয়ে দোয়াত সাজিয়ে স্লেট, পেনসিল হাতে নিয়ে পুরোহিতের কোলে বসে চলে শিশুদের প্রথম পাঠ অর্থাৎ হাতেখড়ির পালা।

৬- বাঙালিদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীরাও সরস্বতী বন্দনায় মেতে ওঠেন বলে জানা যায়।

৭- সরস্বতীর হাতে বীণার পাশপাশি সব সময় শোভা পায় বইও।