Baba Vanga's Prediction On Gold: ক্রমাগত বাড়ছে সোনার দাম। হলুদ ধাতু দাম যখন চড়চড়িয়ে বাড়ছে ভারতবর্ষ-সহ গোটা বিশ্বে, সেই সময় বাবা ভাঙার ভবিষ্যতবাণী ছড়াল আরও আতঙ্ক। বাবা ভাঙার ভবিষ্যতবাণী অনুয়ায়ী, ২০২৬ সালে সোনার দাম আরও বাড়বে।
বুলগেরিয়ান রহস্যময়ী বাবা ভাঙা (Baba Vanga) জানান, ২০২৬ সালে ইউরোপে আর্থিক মন্দা দেখা দেবে। সেই আর্থিক মন্দার জেরে সোনার দাম উর্দ্ধমুখী হবে আরও। এমনই ভবিষ্যতবাণী করেন বাবা ভাঙা।
এই মুহূর্তে ভারতে সোনার (Gold) দাম আকাশ ছোঁয়া হয়েছে। ভারতে ১০ গ্রাম সোনার দাম বর্তমানে ১.২০ হাজার ছাড়িয়েছে। যা উত্তরোত্তর আরও বাড়বে আগামী বছর। এমনই ভবিষ্যতবাণী করেছেন বাবা ভাঙা।
বর্তমানে যে হারে মুদ্রাস্ফীতি হচ্ছে, তাতে অনেকে সোনায় বিনিয়োগ করতে চাইছেন। কিন্তু সোনার দাম যে হারে বাড়ছে, তাতে হলুদ ধাতুতে বিনিয়োগ মানুষের পক্ষে অক্ষমতায় পরিণত হয়েছে। ২০২৬ সালে সোনার দাম আরও বাড়বে। যার ফলস্বরূপ, ভারতে হলুদ ধাতুর ১০ গ্রামের দাম ১ লক্ষ ৮০ হাজারে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
২০২৬ সালে বিশ্ব জুড়ে আর্থিক মন্দার আশঙ্কা রয়েছে। আর এই আর্থিক মন্দার আশঙ্কা মানুষকে বহুমূল্য সোনা কেনায় উদ্ভুদ্ধ করবে বলেই মনে করা হচ্ছে।
বাবা ভাঙার ভবিষ্য়তবাণী অনুয়ায়ী, ২০২৬ সালে সোনার দাম ২৫ থেকে ৪০ শতাংশ আরও বাড়বে। যা মানুষকে বিপদে ফেলতে পারে বলেইমনে করা হচ্ছে।
চিনের হাতে সোনা
বাবা ভাঙার ভবিষ্য়তবাণী অনুযায়ী, ২০২৮ সালে চিন বিশ্বের অন্যতম ধনী দেশ হতে পারে। সেই সঙ্গে চিনের হাতে সোনার মজুদ সবচেয়ে বেশি থাকবে বলেও ভবিষ্যতবাণী করেছেন বাবা ভাঙা।