কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারতে প্রতি বছর ৩০ এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) আয়ুষ্মান ভারত যোজনা নামেও পরিচিত। অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত প্রায় ৫০ কোটি লোককে সাশ্রয়ী মূল্যের এবংসহজ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ২০১৮ সালে ভারত সরকার এই স্বাস্থ্যসেবা প্রকল্পটি চালু করে।
দারিদ্রসীমার নিচে বা মধ্যবিত্ত দেশবাসীকে যাতে আর্থিক সীমাবদ্ধতার কারণে অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই কারণে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের অধীনে, সরকার আর্থিকভাবে পিছিয়ে থাকা লোকদের বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ প্রদান করবে।
আজকের এই দিনে প্রকল্পকে স্মরণ করে রইল শুভেচ্ছা বার্তা-