Amazon, Representational Image (Photo Credit: File Photo)

সম্প্রতি অ্যামাজনের প্রাইম ডে সেল (Amazon Prime Day Sale 2024) শেষ হয়েছে। এবার আরও একটি নতুন সেলের ঘোষণা করল এই ই-কমার্স (Amazon India) সংস্থা। চলতি মাসেই চালু হতে চলেছে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল (Amazon Great Freedom Festival Sale 2024)। প্রতি বছরই গ্রাহকদের জন্য এই সেল অ্যামাজনের তরফে থাকে। স্বাধীনতা দিবসের কয়েকদিন আগে শুরু হয় সেল। শেষও হয়ে যায় স্বাধীনতা দিবসের প্রাক্কালেই। এই বছর ৫ অগস্ট শুরু হবে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল। আর সেল চলবে ৯ অগস্ট পর্যন্ত।

অ্যামাজনের তরফে জানানো হয়েছে স্মার্টফোন, ল্যাপটপ, অ্যামাজনের নিজস্ব ডিভাইসের পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক্সেও ছাড় থাকতে চলেছে এই গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে।

পুজোর আগে গ্যাজেটগুলি আপগ্রেড করতে কিংবা নতুন পোশাক ওয়ারড্রবে আনতে  কিংবা আপনার বাড়ির সেটআপে কিছু বদল আনতে  গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল আশ্চর্যজনক কিছু দুর্দান্ত সুযোগ প্রদান করছে৷  বিভিন্ন পণ্যে ৭০% পর্যন্ত ছাড় সহ এই শপিং বোনানজাটি মিস করা যাবে না। এই পাঁচ দিনের উৎসবে অবিশ্বাস্য সঞ্চয়ের সম্পূর্ণ সুবিধা নিতে আপনার ক্যালেন্ডারগুলিতে এখনই তারিখগুলি চিহ্নিত করে রাখুন। এবং আগেভাগেই কেনাকাটার তালিকা প্রস্তুত করে রাখুন। অ্যামাজন ওয়েবসাইট থেকে কোম্পানির আগামী সেলের বিষয় কিছু তথ্য পাওয়া গেছে। সেল চলাকালীন স্মার্টফোন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সে, টিভি তে দুর্দান্ত ডিল পাওয়া যাবে। এবারও কোম্পানির এই সেল প্রাইম মেম্বারদের জন্য আগে শুরু হবে।

ফ্রিডম সেল চলাকালীন ব্যাঙ্ক অফারের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়( SBI)র সাথে পার্টনারশিপ করা হয়েছে। কোম্পানি এসবিআই ক্রেডিট কার্ড এবং ইএমআই পেমেন্টে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় অফার করবে। এছাড়া এতে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জে ৫০০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুবিধাও থাকছে।

গ্রেট ফ্রিডম সেলঃ- স্মার্টফোনে বাম্পার ডিল

অ্যামাজন সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোন এবং এক্সেসরিজে কোম্পানি ৪০ শতাংশ পর্যন্ত ছাড় অফার করবে। তবে ফোন কত টাকা সস্তায় কেনা যাবে সে নিয়ে কিছু জানা যায়নি। কিন্তু কোম্পানির দেওয়া তালিকা থেকে জানা গেছে যে কোন কোন ফোন সস্তায় বিক্রি হবে। OnePlus Nord CE4 Lite 5G, OnePlus Nord 4 5G, OnePlus Nord CE4, iQOO Z9 Lite 5G, iQOO 12 5G, Realme Narzo 70 Pro 5G, Realme Narzo 70x 5G, Redmi 13 5G, Samsung Galaxy M35 5G, Tecno Spark 20 Pro 5G, Honor 200 5G সহ একাধিক মডেল রয়েছে যা কম দামে কেনা যাবে।

এই প্রোডাক্টে থাকবে 80 শতাংশ ছাড়

আপনি যদি ঘরের কিছু জিনিষ কিনতে চান, তবে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যাকসেসারিজে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। স্মার্ট টিভিতে থাকবে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। এতে Samsung, LG, Redmi TV তে ভাল ডিল পাওয়া যাবে। হোম অ্যাপ্লায়েন্স ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এর সঙ্গে থাকবে ল্যাপটপে ৪৫০০০ টাকা পর্যন্ত, ট্যাবলেটে ৬০ শতাংশ পর্যন্ত, হেডফোনে ৭৫ শতাংশ পর্যন্ত এবং স্মার্টওয়াচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।