Result Out. (Representative Picture). (Photo Credit: X@ThanthiTV)

চণ্ডিগড়, ১৭ মে: দীর্ঘদিন ধরে বিজেপি শাসিত হরিয়ানা (Haryana)-য় শিক্ষার মান নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার হরিয়ানায় দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় বেশ কিছু সরকারী স্কুলের পডুয়াদের ফল এত খারাপ হল, যে তা লজ্জায় ফেলল প্রশসানকে। সংবাদমাধ্যমে প্রকাশ, উচ্চ-মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় হরিয়ানার ১৮টি সরকারী স্কুলের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন বা ফেল করেছেন। পাশাপাশি সেখানের ১০০টি সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ফল একেবারে খারাপ হয়েছে।

হরিয়ানার বোর্ড পরীক্ষায় ১৮টি সরকারী স্কুলে সাফল্যের হার শূন্য

হরিয়ানার যে ১৮টি সরকারী স্কুলের সবাই ফেল করেছেন, তাদের মধ্যে ৬টি নুহ (Nuh), ৪টি ফরিদাবাদ, একটি করে গুরুগ্রাম, হিসার, ঝাজ্জার, কার্নেল, পালওয়াল, রোহতাক, সোনিপাথ ও যমুনানগরের স্কুল রয়েছে। অথচ হরিয়ানার দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৮৫.২৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। কিন্তু হরিয়ানার ৮২টি সরকারী স্কুলে পাশের হার সেখানে ৩৫ শতাংশেরও কম। আরও পড়ুন-কেজরির দলে সবচেয়ে বড় বিদ্রোহ, বিদ্রোহী জনপ্রতিনিধিদের উদ্যোগে আপ ভেঙে তৈরি হল নতুন দল

হরিয়ানায় সরকারী স্কুলে সবাই ফেল সবাই

কী কারণে সরকারী স্কুলে এত খারাপ ফল

খারাপ ফলের পিছনে সরকারী স্কুলের গাফলতি, একেবারে কম সংখ্যক শিক্ষক-শিক্ষিকা থাকা, খারাপ পরিকাঠামো, নিয়মিত ছাত্রদের স্কুলে না যাওয়া কে দায়ি করা হচ্ছে। এত বড় ব্যর্থতার পর হরিয়ানার শিক্ষা মন্ত্রক নড়চড়ে বসেছে।