ফের যোগীরাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকের ওপর হল প্রাণঘাতী হামলা। শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের বুধাউনের (Budaun) ইসলামপুরে ঘটনাটি ঘটেছে। যেখানে নমাজ পড়ে ফেরার পথে এক যুবকের ওপর হামলা চালায় কয়েকজন বাসিন্দা। হামলাকারীরা যুবককে খুঁটিতে বেঁধে মারধর করে। তারপর প্রমাণ লোপাটের জন্য গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিতে যাচ্ছিল। সেই সময়ই ঘটনাস্থলে পুলিশ এসে আহতকে উদ্ধার করে। এদিকে পুলিশ আসরা খবর পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যুবককে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তরা
পুলিশসূত্রে খবর, অভিযুক্তদের সঙ্গে গত বৃহস্পতিবার দুপুরে ঝামেলা হয়েছিল যুবকদের। সেই সময় অভিযুক্তরা তাঁকে ওই এলাকা দিয়ে আবার যেন না যায়, এবং গেলে পুড়িয়ে মারার সেই হুমকি দেয়। কিন্তু শুক্রবার সেই হুমকি উপেক্ষা করেই নমাজ পড়ে বাড়ি ফিরছিল সে। তখই বাকিরা তাঁকে ঘিরে ধরে মারধর করে। এমনকী স্থানীয় পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে এসে আক্রান্ত যুবককে মারার চেষ্টাও করে।
অভিযুক্তদের খোঁজে শুরু তল্লাশি অভিযান
তবে হামলার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে উদ্ধার করে। তারপর তাঁকে দ্বগ্ধ অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, যুবকের হাতে পায়ের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তবে তাঁর অবস্থা আপতত স্থিতিশীল। যদিও হামলাকারীদের খোঁজ এখনও পায়নি পুলিশ। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।