Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ লিভ ইন পার্টনারের (Live-In Partner) মেয়েকে খুনের(Murder) অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। লিভ-ইন সম্পর্কে একমাত্র পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল পাঁচ বছরের মেয়ে। তাই তাকে খুন করে অভিযুক্ত। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে রিয়ানার রেওয়ারি জেলায়। জানা গিয়েছে, অভিযুক্তের নাম রোশন। দীর্ঘ কয়েক মাস ধরে এক বিবাহিত তরুণী ও তাঁর মেয়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত সে। শোনা যায়, ওই তরুণীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার। গত বুধবার, দু'জনের মধ্যে বচসা বাঁধে। আর সেই সময় রেল স্টেশনে চলে যান তরুণী। বাড়িতে একা ছিল পাঁচ বছরের কন্যা। মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে শিশুটি। তখন তাকে মারধর শুরু করে রোশন। মারধরের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

 লিভ ইন সম্পর্কে পথের কাঁটা সঙ্গীর কন্যাসন্তান, তাই ৫ বছরের শিশুকে খুন যুবকের