প্রতীকী ছবি (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ প্রেমিককে(Boyfriend) বিশ্বাস করে সর্বস্বান্ত তরুণী। ঘনিষ্ঠ মুহূর্তের(Intimate Moment) ছবি ভাইরাল(Viral) করে দেওয়ার ভয় দেখিয়ে ২.৫ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযুক্তের নাম মোহন কুমার। বোর্ডিং স্কুলে থাকার সময় মোহনের সঙ্গে পরিচয় হয় অভিযোগকারিনীর। পরে প্রেমের সম্পর্কে জড়ায় এই যুগল। এরপর সময়ের সঙ্ সঙ্গে সম্পর্ক গভীর হয়। মাঝেমধ্যেই বেড়াতে যেত তাঁরা। সেখানেই ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করত মোহন। আর পরে সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে শুরু করে সে। মোটা টাকা দাবি করতে থাকে মোহন। ভয়ে প্রথমে ঠাকুমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১.২৫ কোটি টাকা প্রেমিককে দেন ওই তরুণী। এরপর মোহনের চাহিদা আরও বাড়তে থাকে। গয়না এমনকী গাড়ি চায় সে। সব জানাজানি হওয়ার ভয়ে পরিবারকে চাপ দিয়ে তাও অভিযুক্তকে দেন তিনি। পরবর্তীতে ভেঙে পড়েন ওই তরুণী। স্পজা পুলিশের দ্বারস্থ হন। এরপরই তদন্তে নেমে সমস্ত হুমকির মেসেজ এবং ভিডিয়ো উদ্ধার করে পুলিশ। এরপর তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মোহনকে গ্রেফতার করে পুলিশ। এরপর পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে মোহন। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেশকিছুটা পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

প্রেমিককে বিশ্বাস করে সর্বস্বান্ত তরুণী, খোয়ালেন ২.৫ কোটি