
নয়াদিল্লিঃ লখনউয়ে (Lucknow)হাড়হিম করা ঘটনা। প্রেমিকের (Boyfriend) সঙ্গে মিলে মাকে নৃশংসভাবে খুন (Murder) মেয়ের। প্রমাণ লোপাটের চেষ্টায় ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা। গ্রেফতার মেয়ে। পলাতক প্রেমিক। ঘটনাটি ঘটেছে লখনউয়ে। নিহত মহিলার নাম ঊষা সিং। তাঁর মেয়ের নাম লাকি। দীর্ঘদিন ধরে শাহিদ নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল লাকির। সেই সম্পর্কে মত ছিল না ঊষার। তা নিয়েই মেয়ের সঙ্গে বনিবনা হত না। এরপরই প্রেমিকের সঙ্গে মিলে মাকে খুন করার সিদ্ধান্ত নেয় লাকি। সেই মতো শাহিদের সাহায্য নিয়ে ঊষার গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে। এরপর ভাঙা কাচের গ্লাস দিয়ে গলা চিঁড়ে দেওয়া হয়। জামাকাপড় খুলে তাঁকে উলঙ্গ করে দেওয়া হয় গল্পের মোড় ঘোরানোর জন্য।
প্রেমিকের সঙ্গে মিলে মাকে খুন মেয়ের, গ্রেফতার ১
এই গোটা ঘটনা ঘটিয়ে লাকি প্রতিবেশীদের জানায়, বাড়িতে ডাকাত এসে সব লুট করে নিয়ে গিয়েছে। এবং তাঁর মায়ের এই অবস্থা করেছে। তবে পুলিশের সন্দেহের তালিকায় প্রথম থেকেই ছিল লাকি। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই সবটা বেড়িয়ে আসে। পুলিশকে সে জানায়, প্রতিশোধ নেওয়ার জন্য মাকে খুন করেছে সে। কিছুমাস আগে, মৃত ঊষার অভিযোগের ভিত্তিতে একটি কেসে প্রেমিক শাহিদকে গ্রেফতার করে পুলিশ। জেল থেকে ছাড়া পেয়েই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে শাহিদ। এরপরই লাকির সঙ্গে মিলে ঊষাকে খুন করে সে। খুনের দায়ে লাকি গ্রেফতার হলেও পলাতক শাহিদ।