নাচের ক্লাস থেকে এক মহিলাকে অপহরণ করল ২ মহিলা সহ ৪ যুবক। গত শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মান্দসৌর জেলায়। যদিও অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই ৬ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহৃত তরুণীকেও তাঁদের হাত থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা নির্যাতিতার স্বামীর পবিবারের সদস্য। আর তাঁর নির্দেশেই মহিলাকে অপহরণ করা হয়। যদিও ঘটনার পর থেকে সে পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

নাচের ক্লাস থেকে মহিলাকে অপহরণ

জানা যাচ্ছে, গত শনিবার খানাপুরা এলাকার ভাভসার ধর্মশালায় মহিলা গরবা প্র্যাকটিসের জন্য নাচের ক্লাসে ছিল। সেখানেই  রাত ৯টা ৫৩ নাগাদ ৬ জন অপরিচিত আচমকা ঢুকে পড়ে। এবং তাঁরা মহিলাকে টেনে নিয়ে যেতে থাকে। এদিকে মহিলাকে বাঁচানোর চেষ্টা বাকিরা এগিয়ে আসলে তাঁদের ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে।

পলাতক অপহৃতা মহিলার স্বামী

অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন চেকপয়েন্টে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে শামগর এলাকায় একটি ওমনি গাড়ি আটকানো হয়। সেই গাড়িতেই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তরুণীকে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গ্রেফতার হওয়া ৬ জনই মহিলার শ্বশুরবাড়ির লোকজন। আসলে তাঁর মদ্যপ স্বামী নিত্যদিন মারধর করত। সেই কারণে শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকমাস ধরেই প্রেমিকের সঙ্গে লিভ-ইন করছিলেন তরুণী। সেই কারণেই এদিন তাঁকে অপহরণ করেছিল শ্বশুরবাড়ির লোকজন। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী।