অসহায় বাবা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের পণের (Dowry) দাবিতে বধূ খুন(Murder)। সোনার (Gold) গয়নার জন্য সদ্য বিবাহিতা তরুণীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের খাগাড়িয়া জেলার বরখান্দি তোলা গ্রাম। জানা গিয়েছে, মাত্র ১ বছর আগে ওই গ্রামের বিভীষণ যাদব নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। মৃতার বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। বিয়েতে গয়না দেওয়া হলেও মন ভরেনি তাদের। বিয়ের পরও সোনার গয়না দাবি করতে থাকে তারা। সেই গয়না দিতে রাজিও হন মেয়ের বাবা। কিন্তু খানিকটা সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তাতে থেমে থাকেনি মেয়ের শ্বশুরবাড়ির লোকজন। চলতে থাকে অত্যাচার। তরুণীকে বিভিন্ন হুমকি দিতে শুরু করে শ্বশুরবাড়ির সদস্যরা। স্বামী প্রথমে চাষবাসের কাজ করলেও সম্প্রতি মদ, গাঁজা বিক্রি শুরু করে। মাঝেমধ্যেই সংসারে অশান্তি লেগে থাকত। তরুণীর ভাইয়ের অভিযোগ, তাঁর দিদিকে বেধড়ক মারধর করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। তরুণীর বাবা বলেন, "আমার যা সামর্থ্য ছিল সব করেছি। সবই দিয়েছিলাম। এরপরেও দিতাম। শুধু একটু সময় চেয়েছিলাম। দিল না। ওরা আমার মেয়েটাকে মেরে ফেলল। আমি বিচার চাই।"

সোনার গয়না না দেওয়ায় বধূকে খুন করল শ্বশুরবাড়ির সদস্যরা