আগ্রা, ২১ অগাস্ট: এবার থানার ভিতরে মারপিট শুরু করলেন এক মহিলা (Woman Fight With Lady Police Officer)। তাও আবার এক মহিলা পুলিশ অফিসারের সঙ্গে। থানায় ঢুকে প্রকাশ্যে মহিলা পুলিশ (Police) অফিসারের চুলের মুঠি চেপে ধরে, তাঁকে চড়, থাপ্পড় মারতে শুরু করেন ওই মহিলা। দুজনের কথা কাটাকাটিও চলে প্রচুর। তার মাঝেই মারধর শুরু করে দেন ওই মহিলা।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রার (Agra) ট্রান্স যমুনা থানায় এমনই একটি ঘটনা ঘটে যায়। যেখানে এক মহিলা পুলিশ অফিসারকে ধরে মারধর শুরু করেন এক মহিলা।
জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ট্রান্স যমুনা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ২০২৫ সালের জানুয়ারি মাসে মহিলার দায়ের করা অভিযোগের রিপোর্ট পেশ করা হয়। রিপোর্ট আসার পর ওই মহিলাকে আর দেখা যায়নি। সম্প্রতি তিনি ট্রান্স যমুনা থানায় হাজির হয় সংশ্লিষ্ট অভিযোগের রিপোর্ট নিতে।
থানায় হাজির হয়েই তিনি আলটপকা ব্যবহার শুরু করেন পুলিশের সঙ্গে। এরপর রিপোর্ট হাতে না পেয়ে ওই মহিলা পুলিশ কর্মীকে পেটাতে শুরু করেন। চুলের মুঠি ধরে মার,চড়, থাপ্পড় কিছুই বাদ পড়েনি। বার বার তাঁকে থামানোর চেষ্টা চললেও, ওই মহিলাকে কোনওভাবে নিরস্ত করা যায়নি মারধর থেকে।
আরও পড়ুন: Accident Video: পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে শূণ্যে তুলে আছাড় মারল বাইক আরোহী, শিউরে ওঠা ভিডিয়ো ভাইরাল
দেখুন থানায় ঢুকে কীভাবে মহিলা সাব ইন্সপেক্টরকে পেটাচ্ছেন এক মহিলা...
UP के आगरा के थाना ट्रांस यमुना में घुसकर महिला ने पुलिस कर्मियों से मारपीट की व अभद्रता की है।
पुलिस के अनुसार, सितंबर 2024 में महिला ने चोरी का मुकदमा दर्ज कराया था, जिस पर जनवरी 2025 में अंतिम रिपोर्ट लग चुकी है।
जानकारी लेने थाने पहुंची महिला ने पहले थाना प्रभारी से… pic.twitter.com/u6toPJ3V5J
— Madan Mohan Soni (@madanjournalist) August 21, 2025
এসবের পাশাপাশি পুলিশকে ফাঁসানোর ফন্দিও এঁটে ফেলেন ওই মহিলা। আগ্রা পুলিশের তরফে তাঁকে হেনস্থা করা হয়েছে। এমনই একটি মিথ্যে ভিডিয়োও তৈরি করে ফেলেন তিনি। পুলিশকে বদনাম করতে কোনও কসুর ছাড়া হয়নি সংশ্লিষ্ট মহিলার তরফে।
এরপরই ওই মহিলার সংশ্লিষ্ট মহিলা সাব ইন্সপেক্টরকে পেটানোর ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে।