Accident Footage (Photo Credit: Screengrab/X)

টোল গেটের সামনে দিয়ে যাওয়ার সময় দিশেহারা হয়ে ধাক্কা মারল এক বাইক আরোহী। যার জেরে আহত হন ট্রাফিক পুলিশ কর্মী। টোল গেটের সামনে যখন পুলিশ দাঁড়িয়েছিল, সেই সময় কোনও নিয়মকানুন না মেনে সোজা চলে যায় এক বাইক আরোহী। এরপর সামনে দাঁড়ানো পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় ওই মোটরবাইক আরোহী।

এমনই একটি ভিডিয়ো (Accident Video) এবার উঠে এসেছে তেলাঙ্গানা (Telangana) থেকে। যা দেখে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না সেখানে হাজির অন্য পুলিশ। বাইকটি ধাক্কা দিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বাইকের ধাক্কা খেয়ে মাটিতে উলটে পড়েন ওই পুলিশ কর্মী।

যেভাবে পুলিশ কর্মীকে ধাক্কা দেয় বাইকটি, তাতে যে বড়সড় দুর্ঘটনা ঘটে যায়, তা বলার অপেক্ষা রাখে না।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যেখানে পুলিশ কর্মীকে শূণ্যে তুলে আছাড় মারে বাইক আরোহী...