নয়াদিল্লিঃ বন্ধুর ফ্ল্যাটে (Flat) গিয়ে গণধর্ষণের (Gang Rape)শিকার মহিলা। নির্যাতিতার মোবাইল থেকে ১৩ হাজার টাকা নিয়ে নিল অভিযুক্তরা। শুধু তাই নয়, ফ্ল্যাটের ফ্রিজ, টিভি কিছুই ছাড়ল না তারা। ইতিমধ্যেই এই ঘটনার তিন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত। জানা গিয়েছে, গত সোমবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। নির্যাতিতার অভিযোগ সোমবার তাঁকে নিজের ফ্ল্যাটে আমন্ত্রণ জানায় তাঁর এক বন্ধু। সেই মতো সেখানে যান তিনি। কিছুক্ষণ পর ওই বন্ধুর কিছু পরিচিতরা সেখানে হাজির হয়। আচমকাই তাদের মধ্যে চারজন নির্যাতিতা ও তাঁর বন্ধুর বিরুদ্ধে দেহব্যবসার অভিযোগ তোলে।
বন্ধুর ফ্ল্যাটে গণধর্ষণের শিকার, পুলিশের দ্বারস্থ নির্যাতিতা
এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বাঁধলে ৩৫ বছরের মহিলাকে গণধর্ষণ করে তিন যুবক। এরপর তাঁর ফোন থেকে অনলাইন মানি ট্রান্সফার অ্যাপের মাধ্যমে ১৩ হাজার টাকা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয় তারা। এখানেই শেষ নয়। দুই বন্ধুর কাছ থেকে আরও টাকা দাবি করে তারা। তা দিতে না পারায় ফ্ল্যাটের এলইডি টিভি, ফ্রিজ সব নিয়ে পালায় তারা। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা ও তাঁর বন্ধু। তাঁদের অভিযোগের ভিত্তিতে শশী কুমার। কেঞ্চে গউদা ও রঘু ও মাধেশ নামে চার যুবককে গ্রেফতার করে পুলিশ।
বন্ধুর ফ্ল্যাটে গণধর্ষণের শিকার মহিলা, টাকার পর বাড়ি থেকে টিভি ফ্রিজ নিয়ে পালাল অভিযুক্তরা
In a shocking incident in southeast #Bengaluru, a 35-year-old woman was allegedly raped by a gang of four at her friend's residence.
The accused also stole the victim's mobile phone, transferring Rs 13,000 to their account.
Know more 🔗 https://t.co/wojlObSU7g#Karnataka pic.twitter.com/HZdD01ycTf
— The Times Of India (@timesofindia) July 10, 2025