দিল্লি, ৩ সেপ্টেম্বর: দিন যত এগোচ্ছে, বাহরিচে (Bahraich) তত বাড়ছে নেকড়ের (Wolf) হামলায় আহতর সংখ্যা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরিচে এই মুহূর্তে নেকড়ের দলের হামলায় আহত ৩৪ জন। এমনই জানালেন বাহরিচের মহষী সিওইচসি হাসপাতালের ইনচার্জ চিকিৎসক আশীষ ভর্মা। ওই হাসপাতালের চিকিৎসক জানান, বাহরিচে যে ৩৪ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ২ জনকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। আহতরা প্রত্যেকে নেকড়ে বা অন্য কোনও জংলি পশুর দ্বারা আক্রান্ত বলেই মনে করা হচ্ছে। এমনই জানান সংশ্লিষ্ট চিকিৎসক। তবে নেকড়ে বা অন্য কোনও বন্য পশুর হামলায় যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য সমস্ত ধরনের উপযোগী জিনিসপত্র হাসপাতালে প্রয়োজন বলেও জানান ওই চিকিৎসক।
আরও পড়ুন: Wolf Attack: উত্তরপ্রদেশে ফের নেকড়ে আতঙ্ক, রাতের অন্ধকারে পাঁচ বছরের শিশুকে আক্রমণ বন্য পশুর
বাহরিচে সম্প্রতি একটি নেকড়ের দল ঘুরে বেড়াতে শুরু করে। ড্রোন ক্যামেরা লাগিয়ে, জাল পেতে, রাত পাহারা দিয়ে ওই দল থেকে ২টি নেকড়েকে ধরতে পারে বন দফতর। কিন্তু ওই দলের বাকি নেকড়ে কোথায়, সে বিষয়ে এখনও বনকর্মীরা সটিক তথ্য দিতে পারেননি। ফলে নেকড়েদের খোঁজে চলছে জোরদার তল্লাশি।