Photo Credits: ANI

কৃষ্ণগিরি: তামিলনাড়ুর (Tamil Nadu) কৃষ্ণগিরির (Krishnagiri) বাসিন্দা ভারতীয় সেনার একজন জওয়ানকে (Indian Army personnel) খুন করার অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদল ডিএমকের (DMK councillor) এক কাউন্সিলারের বিরুদ্ধে। এরপরই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার ওই সেনা জওয়ানের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানায় বিজেপির (BJP) প্রতিনিধি দল। এই বিষয়ে অভিযুক্ত কাউন্সিলারের কঠোর শাস্তির দাবিও তুলেছে তারা। এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মৃত ওই সেনা জওয়ানের স্ত্রী।

বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই-এর সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে হাউহাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলেন, "আমার স্বামী পড়ে গেলেন। আমার স্বামী একটু পানীয় জলও খেতে পেলেন না। আমরা তাঁকে কাবেরিপাট্টিনামের (Kaveripattinam) একটি হাসপাতালে ভর্তি করেছিলাম তখন আমার স্বামীর অবস্থা খুব খারাপ ছিল।"