
নয়াদিল্লিঃ পরকীয়ায় আসক্ত। প্রেমিকের (Boy Friend)সঙ্গে মিলে স্বামীকে(Husband) নৃশংসভাবে খুন করল স্ত্রী(Wife)। খুন করে স্বামীর দেহ কেটে সিমেন্টের(Cement) স্তূপে ফেলে দিল অভিযুক্ত স্ত্রী। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাট। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম মুস্কা। প্রেমিক মোহিতের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিল মুস্কা। আর এই প্রেমে তাদের পথের কাঁটা হএ দাঁড়িয়েছিলেন মুস্কার স্বামী সৌরভ রাস্তোগি। তাই সৌরভকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ওই যুগল।
স্বামীকে নৃশংসভাবে খুন স্ত্রীর, সিমেন্টের স্তূপে মিলল দেহাংশ
জানা গিয়েছে, সৌরভ কর্মসূত্রে বাইরে থাকতেন। স্ত্রীর জন্মদিন উদযাপনের জন্য বাড়িতে আসেন। আর তখনই সৌরভকে খুনের পরিকল্পনা করে ফেলে মুস্কা ও তার প্রেমিক। পরিকল্পনা মতো জন্মদিনের রাতেই সৌরভকে খুন করে তারা। খুনের পর ধারাল অস্ত্র দিয়ে কাটা হয় দেহ। তারপর সেই দেহের অংশ একটি সিমেন্টের স্তূপে ফেলে আসে তারা। কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিতে সক্ষম হয়নি ওই যুগল। পুলিশী জালে পড়ে যায় অভিযুক্ত যুগল। ইতিমধ্যেই খুনের দায়ে মুস্কা ও প্রেমিক মোহিতকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিমেন্টের স্তূপ থেকে দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে মিরাট পুলিশ।
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নৃশংসভাবে খুন, গ্রেফতার স্ত্রী
Meerut Shocker: Wife Murders Husband With Help of Paramour, Chops Body Into Pieces and Throws Them in Barrel Filled With Cement; Both Arrested (Watch Videos)https://t.co/qxlTrv2XOX@SachinGuptaUP @shaluagrawal3 @meerutpolice#Meerut #Murder #MerchantNavy #London #UttarPradesh
— LatestLY (@latestly) March 18, 2025