Representational Image (Photo Credits: Pixabay)

দিল্লি, ২৪ মার্চ: মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer Killing) সৌরভ রাজপুতের (Saurabh Rajput) খুনের (Murder) ঘটনার রেশ কাটতে না কাটতে আরও একটি ঘটনা সামনে এল। যেখানে ফের স্বামীকে খুন করে স্ত্রী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পর এবারে খুনের কেন্দ্রস্থল হরিদ্বার (Haridwar)। যেখানে বছর ৩৮-এর রিতু কউর প্রেমিককে দিয়ে স্বামী সুখপাল সিংকে (৪০) খুন করায়। রিতু কউর প্রেমিক রিতিক সিংকে দিয়ে স্বামীকে নির্মমভাবে খুন করায়। হরিদ্বারে আত্মীয়ের বাড়িতে রিতু এবং সুখপাল হাজির হলে, সেখানে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করায় ওই  মহিলা।

পুলিশের তথ্য 

পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা রিতু এবং সুখপাল। অমৃতসরের একটি গুরুদ্বারে সেবাদার হিসেবে কর্মরত ছিলেন সুখপাল সিং। রিতুর প্রেমিক রিতিকের বাড়ি হরিদ্বারে হলেও, সে ওই অমৃতসরের গুরুদ্বারে সেবাদার হিসেবে কর্মরত ছিল। সেখানে থেকেই ৩৫ বছরের রিতিকের সঙ্গে রিতুর পরিচয় হয়।

আরও পড়ুন:  Meerut Woman Murdered His Husband: প্রেসক্রিপশন পালটে কড়া ডোজ়ের ঘুমের ওষুধ কেনে মুসকান, স্বামীকে খাইয়ে প্রেমিককে দিয়ে খুন করায় স্ত্রী

খুনের আগের ঘটনা

হরিদ্বারে রিতু এবং সুখপাল এলে, রিতিক প্রেমিকার স্বামীকে মদ্যপান করায় আকণ্ঠ। এরপরই রিতিক খুন করে সুখপালকে। মত্ত অবস্থায় সুখপালকে গলা টিপে, শ্বাসরোধ করে হত্যা করে রিতিক। এরপর সুখপালের দেহ ফেলে দেওয়া হয় পচার জন্য।

মৃতদেহ উদ্ধার এবং পুলিশের প্রশ্ন

সুখপালের দেহ হরিদ্বারের শাহপুরের একটি চাষের জমি থেকে উদ্ধার করা হয়।  ময়নাতদন্তের পর জানা যায়, সুখপালকে শ্বাসরোধের পর হত্যা করা হয়েছে। স্বামীর মৃৃত্যুতে রিতুর ভূমিকায় পুলিশের সন্দেহ হলে, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে রিতু স্বীকার করে, গত ২  বছর ধরে তার সঙ্গে রিতিক সিংয়ের সম্পর্কের কথা। সম্প্রতি তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রিতিককে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরই রিতু তার প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করায় বলে উঠে আসে।

রিতু এবং রিতিককে আদালতে তোলা হল, তাদের জেল হেফাজতে পাঠানো হয়।