YouTuber Sagar Tudu Dies (Photo Credit: X/Screengrab)

ভুবনেশ্বর, ২৫ অগাস্ট: ঝরনার মাঝে দাঁড়িয়ে রিলস তৈরি করছিলেন। কিন্তু সেই জলপ্রপাতের ভয়াবহ রূপ যে ইউটিউবারের প্রাণ কেড়ে নিয়ে পারে, তা কেউ কল্পনাও করতে পারেননি। এবার ওড়িশার (Odisha) কোরাপুটে (YouTuber Sagar Tudu) এমনই একটি ভয়াবহ ঘটনা ঘটে গেল। যেখানে বছর ২২-এর এক ইউটিউবার কোরাপুটের ডুমডুমা ফলস অর্থাৎ জলপ্রপাতের (Duduma waterfalls) জলে একেবারে ভেসে গেলেন।

ওই ঘটনার পর বেশিরভাগ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তরফে ওই ইউটিউবারের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে ওই ইউটিউবারকে সাগর টুডু হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২২ বছর বয়সী সাগর টুডুর মর্মান্তিক মৃত্যুর ভিডিয়ো দেখে চমকে উঠতে শুরু করেছেন বহু মানুষ।

আরও পড়ুন: YouTuber Dies: রিলস বানাতে গিয়ে বিপত্তি, জলের স্রোতে তলিয়ে গেলেন তরুণ ইউটিউবার

কে এই ইউটিউবার সাগর টুডু?

ওড়িশার বেরহামপুরের বাসিন্দা এই সাগর টুডু। যাঁর ফটোগ্রাফির শখ মারাত্মকভাবে। সাগর টুডুর ফটোগ্রাফি সংক্রান্ত যে চ্যানল রয়েছে, সেখানা প্রায় ৫০০ সাবস্ক্রাইবার রয়েছেন। ওড়িশার ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতেন সাগর টুডু নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...

 

শনিবার কোরাপুটের ডুমডুমা  জলপ্রপাতের একটি বড় পাথরের উপর দাঁড়িয়ে ছিলেন সাগর টুডু। যেখানে সাগর টুডু দাঁড়িয়ে থেকে ছবি তোলার সময় হঠাৎ করেই উথালপাথাল জলরাশির জোয়ারে তিনি ভেসে যান। সাগর টুডুকে উদ্ধারের চেষ্টা করা হয়, তবে জলের তোড়ে তিনি ভেসে যেতে শুরু করেন হু হু করে।

জানা যায়, মাচাকুন্দা বাঁধ থেকে জল ছাড়ার পর ডুমডুমা জলপ্রপাত ফুলে ফেঁপে উঠতে শুরু করে। তার জেরেই হঠাৎ করে ভেসে যান সাগর টুডু।

জানা যায়, বন্ধু অভিজিৎ বেহরার সঙ্গে ছবি তুলছিলেন সাগর টুডু। আচমকাই তিনি ভেসে যান। সাগরকে উদ্ধারের জন্য একাধিক প্রচেষ্টা চলে। তবে তাঁকে উদ্ধার করা যায়নি।

বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে। ফলে কেউ যাতে ডুমডুমা জলপ্রপাতে না যান, সে বিষয়ে সতর্কতা জারি করা হয় প্রশাসনের তরফে। তবে কোনও ধরনের সতর্কতা না মেনেই সাগর যখন জলপ্রপাতের মাঝে দাঁড়িয়ে ছবি এবং ভিডিয়ো রোকর্ড করতে যান, সেই সময় মর্মান্তিক ঘটনা ঘটে যায়।