দুর্ঘটনার মুহূর্ত (ছবিঃX)

নয়াদিল্লিঃ রিলস (Reels)বানাতে গিয়ে বিপত্তি। জলপ্রপাতের প্রবল স্রোতে ভেসে গেলেন তরুণ ইউটিউবার(YouTuber)। শত চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারলেন না স্থানীয়রা। রবিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে। মৃতের নাম সাগর টুডু। বয়স মাত্র ২২। পেশায় ইউটিউবার। শনিবার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো বানাতে কটক থেকে কোরাপুটের ওই জলপ্রপ্রাতে যান সাগর। তাঁর সঙ্গে ছিলেন বন্ধু অরিজিৎ। ড্রোন ক্যামেরা ব্যবহার করে চলছিল শ্যুট। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। জলের স্রোতে তলিয়ে যান সাগর। তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান স্থানীয়রা। কিন্তু প্রবল স্রোতে ভেসে যান তিনি।

রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ইউটিউবারের

ইতিমধ্যেই সাগরের দেহ উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে ওডিআরএএফ ও দমকলবাহিনী। এখনও পর্যন্ত তাঁর দেহ উদ্ধার হয়নি। খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকে। উল্লেখ্য, সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে লামতাপুট এলাকায় প্রায় ২ হাজার কিউসেক জল ছেড়েছিল মাচকুন্ডা বাঁধ কর্তৃপক্ষ। ফলে স্থানীয় বাসিন্দাদের জলপ্রপাতের কাছে যেতে নিষেধ করা হয়। সেই নিষেধ লঙ্ঘন করতেই অকালে প্রাণ গেল ওই ইউটিউবারের।

রিলস বানাতে গিয়ে বিপত্তি, জলের স্রোতে তলিয়ে গেলেন তরুণ ইউটিউবার