Priyanka Senapati, Jyoti Malhotra (Photo Credit: X)

দিল্লি, ১৯ মে: জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) পর প্রিয়াঙ্কা সেনাপতি (Priyanka Senapati)। পুলিশের স্ক্যানারে আরও এক ইউটিউবার। রিপোর্টে প্রকাশ, ওড়িশার ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতি মালহোত্রার। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে পুরীতে যায় জ্যোতি। কী কারণে প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গে জ্যোতি দেখা করে এবং তাদের মধ্যে কী কথাবার্তা হয়, সে বিষয়ে পুলিশ সবকিছু খতিয়ে দেখা শুরু করেছে।

জানা যাচ্ছে, গত ৩-৪ মাস আগে প্রিয়াঙ্কা সেনাপতি পাকিস্তানের কাতার সাহিব যায়। সেখান থেকে জ্যোতি মালহোত্রার সঙ্গে তার পরিচয় আরও প্রাগঢ় হয়। পুরীর পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানান, প্রিয়াঙ্কা সেনাপতির সবদিক খতিয়ে দেখা হচ্ছে। প্রিয়াঙ্কা কোথায় যেত, কী করত, কাদের সঙ্গে দেখা করত, সবকিছু পুলিশের নজরে রয়েছে। সেই সঙ্গে জ্যোতি মালহোত্রার সঙ্গে প্রিয়াঙ্কা সেনাপতি কী কারণে কাতারপুর করিডরে যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Jyoti Malhotra Visited Pakistan, China: জ্যোতির জাল দেশের বিভিন্ন প্রান্তে? পহেলগামের আগে পাকিস্তানের সঙ্গে চিনেও যায় হরিয়ানার ইউটিউবার, পুরীতে সাক্ষাৎ আরও এক মহিলার সঙ্গে, তদন্তে সূত্র খুঁজছে পলিশ

পুরীর পুলিশ সুপার আরও জানান, ইনটেলিজেন্স ব্যুরোর সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। সেই সঙ্গে হরিয়ানা পুলিশের সঙ্গেও। জ্যোতি মালহোত্রা এবং প্রিয়াঙ্কা সেনাপতির যোগ কোথায়, সেই সমস্ত দিক খতিয়ে পরীক্ষা করা হচ্ছে বলে জানান বিনীত আগরওয়াল।

গত বছর পুরীতে যায় জ্যোতি মালহোত্রা। বেশ কয়েকদিন সে পুরীতে কাটায়। ওই সময় কাদের সঙ্গে দেখা করে জ্যোতি, কী বিষয়ে কথা হয়, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। প্রিয়াঙ্কা সেনাপতি কোনওভাবে জ্যোতির দেশ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কি না, সেই সব দিক খতিয়ে দেখতে এবং হরিয়ানা পুলিশকে সবদিক থেকে ওড়িশা পুলিশ সাহায্য করবে বলে জানায় পুলিশ।

বর্তমানে প্রিয়াঙ্কা সেনাপতি নিজের পুরীর বাড়িতে রয়েছে।যদি প্রয়োজন পড়ে, তাহলে তাকে গ্রেফতার করা হবে বলে জানানো হয় ওড়িশা পুলিশের তরফে।

প্রিয়াঙ্কার বাবা রাজকিশোর জানান, তাঁর মেয়ে পাকিস্তানের হয়ে কোনও গুপ্তচরবৃত্তি করেনি। জ্যোতি মালহোত্রার সঙ্গে তাঁর মেয়ের পরিচয় ছিল একমাত্র ট্রাভেল ভ্লগার হিসেবে। এর বাইরে তাঁর মেয়ে কিছু জানে না বলেও দাবি করেন রাজকিশোর। সেই সঙ্গে প্রিয়াঙ্কা সেনাপতি পড়াশোনা করে। সে জ্যোতি মালহোত্রার বিষয়ে কোনও কিছু জানে না বলে দাবি করেন রাজকিশোর।