Jyoti Malhotra (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৯ মে: হরিয়ানার (Haryana YouTuber) ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) গ্রেফতারির পর একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। পহলেগাম হামলার আগে জ্যোতি যেমন পাকিস্তানে (Pakistan) যায়, তেমনি চিনেও চলে যায়। এমন খবর উঠে আসতে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে পাকিস্তানি জঙ্গিদের নারকীয় হামলার আগে সীমান্ত পেরিয়ে ভারতের শত্রু দেশে পা রাখে জ্যোতি। পাকিস্তানের পাশাপাশি হরিয়ানার এই ইউটিউবারকে চিনেও যেতে দেখা যায়। শশাঙ্ক কুমার সাওয়ান্ত নামে হরিয়ানার হিসারের যে পুলিশ আধিকারিক রয়েছেন, সাংবাদিক সম্মেলন করে তিনি ওই সূত্র প্রকাশ করেন।

পাকিস্তানি ইনটেলিজেন্স অপারেটিভসরা এই ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সফট টার্গেট করে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা চালায়। পাকিস্তানি ইনটেলিজেন্স অপারেটিভের ওই চালের ফল হল জ্যোতি মাত্রহোত্রা। 'ট্রাভেল উইথ জো' নামের ইউটিউবে চ্যানেল চালানো জ্যোতি পাকিস্তানে একাধিকবার গিয়ে সেখানকার বিভিন্ন জায়গা দেখানো থেকে শুরু করে ভারতের একাধিক খবর পাক গুপ্তচর সংস্থার হাতে তুলে দিত। হরিয়ানা পুলিশের হাতে এমন সব তথ্য উঠে আসতে শুরু করেছে। তবে জ্যোতির চিন যাত্রার সঙ্গে পহেলগাম হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে বলে খবর।

আরও পড়ুন: After Jyoti Malhotra, UP Man Arrested For Spying Pakistan: ঘর শত্রু বিভীষণরা ছড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে, পাক আইএসআইয়ের সঙ্গে নিরন্তর যোগ, জ্যোতির পর উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ব্যবসায়ী

পাকিস্তানের চাল

জ্যোতিকে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তান নিজেদের রত্ন হিসেবে গড়ে তোলে। আর এই জ্যোতিই এরপর বারংবার সীমান্ত পার করে দেশের খবর ইসলামাবাদের হাতে তুলে দিতে শুরু করে বলে জানা যায়।

জ্যোতি মালহোত্রার জেরা চলছে

জ্যোতি মালহোত্রকে গ্রেফতার করার পর তাকে জেরা শুরু করেছে হরিয়ানা পুলিশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে একযোগে জ্যোতি মালহোত্রকে জেরা শুরু করা হয়েছে হরিয়ানা পুলিশোের তরফে। সেই সঙ্গে জ্যোতি মালহোত্রর যে রোজগার, তার সঙ্গে পেশার কোনও যোগ নেই। যে ট্রাভেল ভ্লগ তৈরি করে জ্যোতি রোজগার করত, সেখান থেকে বিপুল অর্থ কীভাবে আসবে, সে বিষয়ে প্রশ্ন রয়েছে পুলিশের। ফলে জ্যোতি মালহোত্রার রোজগারের পিছনে পাক গুপ্তচর সংস্থার হাত রয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।

জ্যোতি মালহোত্রার সঙ্গে পাকিস্তানি ইনটেলিজেন্স অপারেটিভের .সরাসরি যোগাযোগ ছিল। পাক ইনটেলিজেন্স অপারেটিভদে হয়ে জ্যোতি কীভাবে তথ্য সংগ্রহ করত, তা পুলিশ খতিয়ে দেখছে।

পাকিস্তানে গিয়ে সেখানকার পদাধিকারিকদের সঙ্গে আলাপ জ্যোতির

ট্রাভেল ভ্লগের নাম জ্যোতি একাধিকবার পাকিস্তানে গিয়ে সেখানকার উচ্চ পদাধিকারিকদের সঙ্গে দেখা করত। জ্যোতির কার্যকলাপের দিকে নজর রেখেই তারপর তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এসবের পাশাপাশি ভারতে আর কার কার সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। তবে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কোনও তথ্য বা সূত্র মেলেনি।

ওড়িশা পুলিশ যোগ দিয়েছে তদন্তে

রিপোর্ট প্রকাশ, পুরীর এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে যোগ ছিল জ্যোতি মালহোত্রার। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জ্যোতি মালহোত্র পুরীতে যায়। পুরীর এক মহিলার সঙ্গে জ্যোতি দেখা করে। যে মহিলা সম্প্রতি পাকিস্তানের কাতারপুর সাহিবে যায়। ওই মহিলার সঙ্গে জ্যোতি কী কারণে দেখা করে, সে বিষয়ে ওড়িশা পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। হরিয়ানা পুলিশের সঙ্গে হাত মিলিয়েই ওড়িশা পুলিশ এই তদন্ত করছে বলে খবর।

জ্যোতি মালহোত্রার গ্রেফতারি

গত ১৬ মে জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। 'ট্রাভেল উইথ জো' নামে জ্যোতির একটি ইউটিউব চ্যানেল ছিল। ওই চ্যানেলে ৩ লক্ষের বেশি সাবস্ক্রাইবার। ট্রাভেল উইথ জো চালাতে জ্যোতি পাকিস্তানের বিভিন্ন প্রান্তে গিয়ে শ্যুট করতে বলে খবর। সীমান্ত পেরিয়ে জ্যোতির একাধিকবার পাকিস্তানে যাওয়া কী কারণে, তা নিয়ে সমস্ত দিক গোয়েন্দারা খতিয়ে দেখতেই বিস্ফোরক সব তথ্য সামনে আসতে শুরু করে।

পহেলগামের হামলায় জ্যোতির ভূমিকা কতটা, সে বিষয়েও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।