প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এনসিবি সঙ্গে যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে কোচবিহার থেকে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করল বিএসএফের ৭৬ ব্যাটেলিয়ন। তল্লাশিতে উদ্ধার হয়েছে ১ টি পিস্তল, ১১ লক্ষ টাকার ২২০০ ইয়াবা ট্যাবলেট, ১৮,৬৮০ টাকার  ১০০ নিষিদ্ধ কফ সিরাপ এবং ভারতীয় মুদ্রার ৪৩,৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।ভারত বাংলাজেশ সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে এই নিষিদ্ধ কফ সিরাপ গুলি। উদ্ধার হওয়া মালগুলিকে আপাতত এনসিবির তত্ববধানে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে এনসিবি কর্তারা।

সীমান্ত  থেকে চোরাচালান নতুন কোন বিষয় নয়। তবে বিএসএফের কড়া প্রহরার জেরে অনেক ক্ষেত্রেই মাদক চক্রের জালকে সীমান্তেই আটকে দেয় বিএসএফ।শুধু বাংলাদেশ নয় পঞ্জাব সীমান্ত থেকেও প্রতিনিয়ত পাকিস্তান হতে প্রতি বছর প্রচুর মাদক পাচার করা হয়ে থাকে ভারতে। তবে বিএসএফের কড়া নজরদারীর জেরে তা সম্ভব হয়ে ওঠে না।