রবীন্দ্র কুমার (ছবিঃX)

নয়াদিল্লিঃ সেজে উঠেছিল বিয়ের(Wedding)  আসর। উপস্থিত ছিলেন অতিথিরা। বিয়ের পর্ব শুরু হতেই সব আনন্দ মাটি হয়ে গেল চোখের নিমেষে। বরকে চর কষিয়ে বিয়ে ভেঙে মণ্ডপ ছাড়লেন কনে। কিন্তু কেন? কারণ মদের নেশায় ভুল করে কনের বদলে তাঁর বন্ধুর গলায় মালা পরিয়ে দেন বর। আর তাতেই মেজাজ হারান কনে। সোজা চর কষান পাত্র রবীন্দ্র কুমারের(২৬) গালে। এমনকী এই কীর্তি করা জন্য পাত্রপক্ষর থেকে পণের টাকা ফেরত চেয়ে নেয় পাত্রীর পরিবার।

মদ্যপ বরের কীর্তির জেরে ভাঙল বিয়ে

জানা গিয়েছে, গত শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। ২৬ বছরের রবীন্দ্র কুমারের সঙ্গে বিয়ে ঠিক হয় বরেলির ২১ বছরের এক তরুণীর। অভিযোগ, এদিন বিবাহ বাসরেই বন্ধুা-বান্ধবের সঙ্গে মিলে মদ্যপান করতে শুরু করেন বর। শুধু তাই নয়, শুরু থেকেই আত্মীয়স্বজনের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে সে। এরপর আসল ঘটনার সূত্রপাত বিবাহ বাসরে। বিয়ের নিয়মকানুন শুরু হতেই কনের বদলে তাঁর বন্ধুর সঙ্গে মালাবদল করতে গেলেই ভেসতে যায় সবটা। এই ঘটনায় ইতিমধ্যেই পাত্র রবীন্দ্র কুমারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সঙ্গেই পাত্রপক্ষের থেকে পণের আড়াই লক্ষ টাকা ফেরত চেয়েছে কনের পরিবার।

মদের নেশায় কনের বন্ধুর সঙ্গে মালাবদল