দিল্লি, ২১ মে: পূর্ব এবং দক্ষিণ ভারতের পর এবার উত্তর। এবার তীব্র তাপপ্রবাহে (Heatwave) পুড়ছে দিল্লি। প্রচণ্ড গরমে সোমবার দিল্লিতে ৪৭ ডিগ্রিতে পৌঁছে যায় তাপমাত্রা। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশে তাপপ্রবাহ চলবে আরও বেশ কয়েকদিন ধরে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৪ মে পর্যন্ত উত্তর ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ চলবে।
ভারতের রাজধানী শহর দিল্লিতে (Delhi) ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৫ দিন ধরে দিল্লিতে তাপমাত্রা ক্রমাগত বাড়বে। ফলে রাজধানী শহরের মানুষ যাতে আগামী ৫ দিন সতর্ক থাকেন, বেশি করে জল খান, ঘরের বাইরে বের না হন, সে বিষয়ে বারংবার সতর্ক করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুব প্রয়োজন না হলে দিল্লিতে কেউ ঘরের বাইরে বের হবেন না বলে সতর্ক করা হয়েছে ।
হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, উত্তর ভারতের পাশাপাশি ওড়িশা, গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছতেও আগামী ২৪ মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে।