Photo Credits: Pixabay

দিল্লি, ২৪ এপ্রিল: আগামী ৫ দিন ধরে দেশের বিভিন্ন অংশে তীব্র তাপপ্রবাহ (Heatwave) চলবে। এমনই সতর্কতা জারি করল আবহাওয়া দফতর (IMD)। সতর্কতা অনুযায়ী, আগামী ৫ দিন ওড়িশার উপকূলবর্তী অঞ্চল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিমের বেশ কিছু অংশ এবং কর্ণাটকের প্রত্যন্ত এলাকায় তীব্র দাবদাহ চলবে। যার মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) তাপপ্রবাহ পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকায় তীব্র দাবদাহ পরিস্থিতি তৈরি হবে বলে জানানো হয়েছে, সেখানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে গরম থেকে সতর্ক থাকুন। যে কোনও শারীরিক কষ্ট হলে যেন সতর্কতা অবলম্বন করেন সব বয়সের মানুষ, সেই আবেদন জানানো হয়েছে নাগরিকদের কাছে।

পাশপাশি ওড়িশা, বিহার, উপকূল অন্ধ্র, রায়ালসীমা এবং ইয়ানমে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুন: Weather Update On Heatwave: সাবধান! তীব্র তাপপ্রবাহ চলবে আগামী ৫ দিন, স্বস্তি নেই বাংলা, বিহার, ওড়িশায়

এসবের পাশাপাশি বিহার, তেলাঙ্গানা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং ইয়ানম এবং রায়লসীমায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত কর্ণাটক উপকূলের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২৪ এবং ২৫ এপ্রিল সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ুর জন্য। পূর্ব উত্তরপ্রদেশে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশে এই সতর্কতা জারি করা হয়েছে ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। কোঙ্কন উপকূলে এবং ২৮ এপ্রিল তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।