দিল্লি, ৮ অক্টোবর: অসময়ের বেশি বৃষ্টিতে (Rain)নাজেহাল এবার দেশের বিভিন্ন অংশ। কোথাও এক নাগাড়ে বৃষ্টিতে বন্য়া দেখা দিচ্ছে আবার কোথাও মেঘভাঙা (Cloudburst Rain) বৃষ্টি ভাসিয়ে নিয়ে যেতে শুরু করেছে সবকিছু। জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ কিংবা উত্তরাখণ্ড অথবা কলকাতা (Kolkata Rain) বা উত্তরবঙ্গ (North Bengal Flood) হালফিলের। বৃষ্টির জেরে নাকাল দেশের বিভিন্ন অংশ।
মঙ্গলবার দিল্লিতেও (Delhi Rain) বৃষ্টি হয় এক নাগাড়ে। যার জেরে এবার শীত নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ছে আবহাওয়াবিদদের (Weather Update)। দিল্লিতে যেভাবে আবার বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, তার প্রভাবে শীতের (Early Winter) উপর পড়বে বলেই মনে করছে হাওয়া অফিস।
উত্তর ভারতে এবার আগে থেকেই শীত পড়তে চলেছে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরের উঁচু পাহাড় চূড়াগুলি বরফের চাদরে ঢাকতে শুরু করেছে। তার মাঝে দিল্লির এই বৃষ্টি শীতের অগ্রিম আগমণকে অনেকটাই সুনিশ্চিত করছে বলে ধারনা আবহাওয়াবিদদের।
মঙ্গলবার দিল্লিতে বৃষ্টির পর রাজধানী শহরের বেশ কিছু জায়গায় তাপমাত্রা নামতে শুরু করেছে। যা শীতের অগ্রিম আগমনের পূর্বাভাস বলেই মনে করা হচ্ছে।
শ্রীনগরের হাওয়া অফিসের কথায়, জম্মু কাশ্মীরের উঁচু পাহাড় চূড়ায় বরফ পড়ছে। সেই সঙ্গে সমতলে মাঝারি মাপের বৃষ্টি হচ্ছে। যা চলতি বছর উত্তর ভারতে অগ্রিম ঠাণ্ডা জাঁকিয়ে ফেলবে।
জম্মু কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশের উঁচু জায়গাগুলিতে বরফ পড়ছে। অর্থাৎ পাহাড় চূড়া বরফে ঢাকছে। গত ৩ দিন ধরে হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় বরফের দেখা মিলছে। অন্যদিকে হিমাচলের সমতলে বৃষ্টি হচ্ছে কাশ্মীরের মত তাল মিলিয়ে। যা অগ্রিম ঠাণ্ডার ইঙ্গিত।
আবহাওয়া দফতরের কথায়, অক্টোবরে মাসে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল, তার তুলনায় বেশি হয়েছে দেশে। আগামী দিনগুলিতে আরও বৃষ্টি হবে। তা এবারের শীতকে তরান্বিত করবে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে লা নিনার প্রভাব। ফলে এবার শীতের মরশুমে উত্তর ভারত যে ঠাণ্ডায় নতুন করে জবুথুবু হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।