Flood Like Situation (Photo Credit: FB)

দিল্লি, ৩ জুলাই: আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস প্রকাশ করল হাওয়া অফিস (IMD)। গোটা সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস জারি করা হয়েছে।  চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে জোরদার বৃষ্টি হবে বলে হাওয়া অফিসের তরফে সতর্কতা প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রদেশ এবং উত্তর ওড়িশায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরেই গোটা দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত চলবে বলে সতর্কতা প্রকাশ করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মধ্য ভারত এবং পশ্চিম ভারতে এই বৃষ্টিপাত জোরদার হবে বলে জানানো হয়েছে। পূর্ব রাজস্থানেও এই বৃষ্টিপাতের মাত্রা ক্রমশ বাড়বে বলে মনে করা হচ্ছে। ফলে কোথাও বৃষ্টিপাত আবার কোথাও ভূমিধসের মাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Weather Forecast Of Bengal: নিম্নচাপ নিষ্ক্রিয় হলেও সক্রিয় অক্ষরেখা, বৃহস্পতিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ, বৃষ্টিপাত ক্রমশ বাড়ছে। কোথাও ভারি মাত্রায় বৃষ্টি হচ্ছে। আবার কোথাও বৃষ্টির সঙ্গে ভূমিধস নামতে শুরু করেছে। আগামী ৮ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশ জুড়ে বৃষ্টিপাতের মাত্রা ক্রমশ বাড়বে। ফলে হিমাচল প্রদেশে যেভাবে বিপাশা নদী ভয়ঙ্কর গতিতে বইতে শুরু করেছে, তার থেকে এই মুহূর্তে কারও কোনও নিস্তার নেই। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে ১১বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে। মেঘভাঙা বৃষ্টির জেরে যে হঠাৎ বন্যা শুরু হয়েছে, তার ফলে ৫১ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু বলেও জানা যাচ্ছে।

ফলে হিমাচল প্রদেশ যেভাবে ভাসতে শুরু করেছে, তেমনি উত্তরাখণ্ডের পরিস্থিতিও খারাপ হচ্ছে ক্রমাগত।

অন্যদিকে বাংলার বিভিন্ন প্রান্তেও শুরু হয়েছে ভারি বৃষ্টি।  পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ইতিমধ্যেই শিলাবতী ভয়ঙ্করভাবে বয়ে যেতে শুরু করে। কাসাই নদীর পরিস্থিতিও টলমল। ফলে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকেও সতর্ক করা হয়েছে।