অনান্য রাজ্যগুলির মতো টানা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir), হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা। যার জেরে ক্রমশ বাড়ছে চেনাব নদীর জলস্তর। ইতিমধ্যেই জলস্তর বৃদ্ধির কারণে হিমাচলের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি হয়েছিল। ফলে জলস্তর কমানোর জন্য বুধবার দুপুরে খুলে দেওয়া হল বাগলিহার বাঁধের বেশ কয়েকটি গেট। জল ছাড়া হল পাকিস্তানে। যদিও কত কিউসেক জল ছাড়া হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে এবার পাকিস্তানে কী পরিস্থিতি হয়, এখন সেটাই দেখার।
সিন্ধু জলচুক্তি বাতিল
চলতি বছরের এপ্রিল মাসে পহেলগাম জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। দুই দেশের মধ্যে বানিজ্যিক, অর্থনৈতিক সম্পর্কের ইতি হয়েছে। এমনকী সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে ভারত সরকার। যার ফলে জল নিয়ে দুই দেশের মধ্যে আলাদাই রাজনীতি শুরু হয়েছে। মূলত, ভারতের থেকে আসা জলের ওপর নির্ভরশীল পাকিস্তান। এই অবস্থায় জলচুক্তি স্থগিত হওয়ার কারণে সমস্যায় পড়েছে পাক সরকার।
দেখুন ভিডিয়ো
VIDEO | Jammu and Kashmir: Water level rises in Chenab river. Several gates of Baglihar dam opened to discharge excess water.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/tAwNVO8Wkx
— Press Trust of India (@PTI_News) July 9, 2025
আগেও খোলা হয়েছিল বাগলিহার বাঁধের গেট
তবে তাই বলে জল ছাড়া হয় না, একথা কিন্তু পুরোপুরি সত্যি নয়। কারণ, এখন যেমন জল ছাড়া হয়েছে। এর আগেও আচমকা বাগলিহার বাঁধের গেট খুলে দেওয়া হয়েছিল। যার জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় পাকিস্তানের চেনাব নদী সংলগ্ন এলাকাগুলিতে।