নয়াদিল্লিঃ গুজরাটে (Gujarat) ভয়াবহ ঘটনা। অপহরণ(Kidnap) করে খুন স্বামীকে(Husband)। শনিবার ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরে(Gandhinagar)। জানা গিয়েছে, বিয়ের ৪ দিনের মাথায় খুন হন ভাবিক নামে এক যুবক। তদন্তে নেমে জানা যায়, সদ্য বিবাহিতা স্ত্রী পায়েল তাঁকে খুন করে। খুড়তুতো ভাই কালপেশের সঙ্গে সম্পর্ক ছিল পায়েলের। তাই এই বিয়েতে অখুশি ছিল সে। আর তাই ভাবিককে খুন করে সে। ভাবিক খুনের মামলায় ধৃত পায়েলকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। জানা গিয়েছে, ভাবিক আমেদাবাদের বাসিন্দা। পায়েলের বাড়ি গান্ধীনগর। বিয়ের পর গান্ধীনগরে নিজের বাবার বাড়িতে গিয়েছিল পায়েল। শনিবার স্ত্রী পায়েলকে আনতে গান্ধীনগর যায় ভাবিক। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পায়েলের পরিবার সে কথা ভাবিকের বাড়িতে জানায়। এরপর থানায় নিখোঁজ ডায়ারি করে ভাবিকের পরিবার। তদন্তে নেমে প্রথমে উদ্ধার হয় ভাবিকে স্কুটার। সেই স্কুটারের সূত্র ধরেই গোটা ঘটনার জট কাটাতে সক্ষম হয় গুজরাট পুলিশ। এরপর পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে পায়েল। পুলিশকে সে জানায়, খুড়তুতো ভাই অর্থাৎ প্রেমিক কালপেশের সঙ্গে মিলেই এই ঘটনা ঘটনা ঘটিয়েছে সে।
খুড়তুতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক, বিয়ের চারদিনের মাথায় স্বামীকে খুন করল স্ত্রী
Gandhinagar Shocker: Wanting to Marry Cousin, Woman Gets Husband Killed 4 Days After Marriage in Gujarat; Arrested https://t.co/5M8GOxCeTw#Gujarat #Gandhinagar #Crime #Murder
— LatestLY (@latestly) December 15, 2024