দিল্লি, ১৩ সেপ্টেম্বর: পাকিস্তানকে সবদিক থেকে একঘরে করতে হবে। যতক্ষণ না পর্যন্ত পাকিস্তানকে সবদিক থেকে একঘরে করা হবে, ততদিন ইসলামাবাদ ভাববে, যা করছে, তা স্বাভাবিক। পাকিস্তানকে একঘরে করে, চাপে ফেলতে হবে। অনন্তনাগে সেনা এবং পুলিশের ৩ আধিকারিকের মৃত্যুর পর এবার এমনই কড়া মন্তব্য করলেন প্রাক্তন সেনা প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। পড়শি দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে পাকিস্তানকে বৃহস্পতিবার কড়া বার্তা দেন ভি কে সিং। অনন্তনাগে সেনা বাহিনী এবং পুলিশের সঙ্গে বুধবার থেকে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। যার জেরে কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনক এবং জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটের মৃত্যু হয়। অনন্তনাগের কোকেরনাগ ঘিরে ধরে লস্কর জঙ্গিদের তল্লাশি শুরু করলে, পরপর ৩ আধিকারিকের গুলি লেগে মৃত্যু হয়। যা নিয়ে এবার ক্ষোভে ফুঁসে ওঠেন ভি কে সিং।
আরও পড়ুন: Jammu And Kashmir: জঙ্গি খতম অভিযানে শহিদ ৩, অনন্তনাগে লস্করের ২ জঙ্গিকে ঘিরে ধরল সেনা বাহিনী
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পাকিস্তানকে পুরোপুরিভাবে একা করে দিতে হবে। কখনও সে দেশের অভিনেতারা এ দেশে আসছেন। আবার কখনও ক্রিকেটাররা। পাকিস্তানকে পুরো একঘরে করে দিতে পারলে, তবেই কিছু হওয়া সম্ভব বলে মন্তব্য করেন প্রাক্তন সেনা প্রধান।
প্রসঙ্গত সেনা বাহিনী এবং পুলিশের ৩ আধিকারিকের মৃত্যুর পর কোকেরনাগে ২ লস্কর জঙ্গিকে ঘিরে ধরে সেনা বাহিনী। যাদের মধ্যে এক কুখ্যাত জঙ্গি রয়েছে বলে খবর।