সালাল বাঁধ (ছবিঃX)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গিহানার (Pahalgam Terror Attack)পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত পাকিস্তান (India Pakistan) সম্পর্কে। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে একাধিক কুটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। এই আবহে পাকিস্তানকে শায়েস্তা করতে চেনাব নদীর ওপর নির্মিত বাঁধগুলো আটকে দিয়েছিল ভারত। তবে ১০মে সন্ধ্যায় দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরোধী চুক্তি শুরু হতে বাঁধের লকগেটগুলি খুলে দেওয়া হয়।১১ মে ভারত চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের একাধুক গেট খুলে দেওয়া হয়েছিল। আরও পড়ুনঃস্বাভাবিক ছন্দে ফিরছে পঞ্জাব, খুলছে দোকানপাট, গুরুদুয়ারামুখী সাধারণ মানুষ

 ফের সালাল বাঁধে নিয়ন্ত্রণ আনল ভারত, শুকিয়ে যাবে পাকিস্তান?

আসলে সম্প্রতি জম্মু-কাশ্মীরে টানা বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বৃদ্ধি পায়। অতিরিক্ত জল জমে যাওয়ায় ফটকগুলো খুলে দেওয়া হয়। কিন্তু, আজ ১২ মে দেখা গেল অন্য চিত্র। এদিন সালাল বাঁধের মাত্র একটি গেট খোলা রাখল ভারত। ওই গেট দিয়ে খুব সামান্য পরিমাণ জল পাঠানো হচ্ছে পাকিস্তানে। উল্লেখ্য, এই জলের উপরই নির্ভর করে পাকিস্তানের কৃষি ও শিল্প। স্বাভাবিকভাবেই পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ায় বিপাকে শাহবাজ শরিফের দেশ।

সালাল বাঁধে নিয়ন্ত্রণ, ফের পাকিস্তানকে কুটনৈতিক চালে শায়েস্তা ভারতের