পঞ্জাবের এক স্থানীয় ( ছবিঃANI)

নয়াদিল্লিঃ ছন্দে ফিরছে পঞ্জাব(Punjab)। শনিবার রাত থেকেই কমেছে উত্তেজনার পারদ। ধীরে ধীরে শান্তি ফিরেছে জম্মু কাশ্মীর (Jammu Kashmir), গুজরাট(Gujrat), পঞ্জাবসহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে। গত কয়েকদিনের লাগাতার অশান্তির পর রবি সকালে ছন্দে ফিরছে পঞ্জাব। রাস্তাঘাটে বের হতে দেখা গেল লোকজনকে। নিয়ম মেনে সকাল গুরুদওয়ারাতে পার্থনা থেকে শুরু করে রোজের বাজারহাট এককথায় স্বাভাবিক জীবনে ফিরছে পঞ্জাববাসী।

রবি সকালে কী পরিস্থিতি পঞ্জাবের? জানালেন এক স্থানীয়

সংবাদ সংস্থা এএনআইকে এক স্থানীয় বলেন, "মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন। আমরা রেশন পাচ্ছি। ঠিকমতো জল ও তেল পাচ্ছি। এলাকায় কোনওরকম অশান্তি নেই। যুদ্ধ দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। ভারত উন্নয়নে বিশ্বাসী।" ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও পঞ্জাবের অমৃতসরে জারি রেড অ্যালার্ট। রয়েছে বেশকিছু নিষেধাজ্ঞা। রবি সকালেই অমৃতসর প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "বিদ্যুৎ সরবরাহ চালু করে দেওয়া হলেও এখনও রেড অ্যালার্টের মধ্যে রয়েছে অমৃতসর। রেড অ্যালার্ জারি রয়েছে তা বোঝানোর জন্য মাঝেমধ্যেই সাইরেন বাজবে। বাড়ির বাইরে বের হবেন না। জানলা বন্ধ রাখুন। বারান্দায় পা বাড়াবেন না। গ্রিন সিগন্যাল পেলে প্রশাসনের তরফে জানানো হবে। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছিড়াবেন না। কোনওরকম সমস্যা হলে নীচে দেওয়া হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করুন।"

 ছন্দে ফিরছে পঞ্জাব, খুলছে দোকানপাট, গুরুদুয়ারামুখী সাধারণ মানুষ