দিল্লি, ২৪ মার্চ: জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) বাসিন্দাকে দিল্লির (Delhi) হোটেলে থাকতে দিতে চাইছেন না কর্তৃপক্ষ। আধার কার্ড, ভোটার কার্ডসহ একাধিক পরিচয় পত্র দেখানো সত্ত্বেও জম্মু কাশ্মীরের ওই ব্যক্তিকে হোটেলে কোনও ঘর দিতে রাজি নন কর্তৃপক্ষ। এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হতে শুরু করেছে সোশ্যাল সাইটে। যেখানে উপত্যকার এক বাসিন্দা আগে থেকে হোটেল বুক করা সত্ত্বেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। কোনওভাবেই ওই ব্যক্তিকে হোটেলে থাকতে দিতে রাজি হয়নি ওয়ো থেকে বুক করা ওই হোটেলের (Hotel) কর্তৃপক্ষ। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিয়ো...
Impact of #KashmirFiles on ground.
Delhi Hotel denies accommodation to kashmiri man, despite provided id and other documents. Is being a kashmiri a Crime. @Nidhi @ndtv @TimesNow @vijaita @zoo_bear @kaushikrj6 @_sayema @alishan_jafri @_sayema @manojkjhadu @MahuaMoitra pic.twitter.com/x2q8A5fXpo
— Nasir Khuehami (ناصر کہویہامی) (@NasirKhuehami) March 23, 2022
সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, দিল্লি পুলিশের তরফ থেকে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে যে জম্মু কাশ্মীরের কোনও বাসিন্দাকে যাতে থাকতে দেওয়া না হয়। বিষয়টি দিল্লি পুলিশের কর্ণগোচর হতেই তারা মুখ খোলে। দিল্লি পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়, তাদের তরফে এই ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি। জম্মু কাশ্মীরের কোনও বাসিন্দাকে কেন হোটেলে ঘর দিতে নিষেধ করা হবে, তা নিয়ে প্রশ্ন তোলা হয় দিল্লি পুলিশের তরফে।
আরও পড়ুন: Rampurhat Incident: রামপুরহাট 'হত্যাকাণ্ড', সংসদ ভবন চত্ত্বরে বিক্ষোভ বিজেপি সাংসদদের
পাশাপাশি ওয়ো কর্তৃপক্ষের তরফে পালটা দাবি করা হয়, যে হোটেলটির নাম করা হচ্ছে, সেটি তাদের ওয়েবসাইটে আর সংযুক্ত নেই। তাদের দরজা প্রত্যেকের জন্য খোলা। সেখানে জম্মু কাশ্মীরের কোনও ব্যক্তির সঙ্গে বাছবিচার করা হবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয় ওয়ো কর্তৃপক্ষের তরফে।