Fake ENO, Tooth Paste (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৩ অক্টোবর: সম্প্রতি যদি আপনি ইনো, কলগেট সেনসোডাইন টুথপেস্ট কিংবা সিগারেট কিনে থাকেন, তাহলে সাবধান। বাজারে আকছার বিক্রি হচ্ছে নকল জিনিসপত্র। যার মধ্যে ইনো, সিগারেট এবং নামি সংস্থার দাঁতের মাজন রয়েছে। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে এমনই একটি গ্যাংকে পাকড়াও করা হয়েছে। সেই সঙ্গে একটি কারখানায় তৈরি হওয়া নকল জিনিসপত্র আচক করা হয়েছে। যার বর্তমান বাজার মূস্য ৩০ লক্ষ বলে জানা যাচ্ছে।

এই ঘটনার পরপর ৬ জনকে  আটক করা হয়েছে। সেই সঙ্গে এই সমস্ত নামি ব্র্যান্ডের নকল জিনিস তৈরির ঘটনায় আর কতজন জড়িত রয়েছে কিংবা দেশের কোন কোন প্রান্তে এই  জালের জট বিছিয়ে রয়েছে, সে বিষয়েও পুলিশের তরফে জোরদার তল্লাশি শুরু করা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই দিল্লি পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ছিল নকল জিনিসপত্রের বিষয়ে। ভাল করে খোঁজ করতেই পুলিশ জানতে পারে, এই নকল জালের কথা। সেই অনুযায়ী দিল্লির বিজয় বিহার ফেজ় ১, রোহিনী, কিলা ঘাট রোড,  কাশ্মীরি রোডে পুলিশ জোরদার তল্লাশি চালায়। আর সেই তল্লাশি অভিযান থেকেই ৩০ লক্ষ টাকার নকল জিনিসপত্র যেমন আটক করা হয়, তেমনি পাকড়াও করা হয় বেশ কয়েকজনকে।

দেখুন একের পর এক জিনিসপত্র কীভাবে উদ্ধার করল পুলিশ...

একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে...

 

 

জানা যাচ্ছে, পুলিশ যে জিনিসগুলি আটক করেছে, তারমধ্যে রয়েছে ১.০৭ লক্ষ টাকার ইনো। ২৫৫০ বাক্স গোল্ড ফ্লেক সিগারেটের বাক্স, ৪৫৫২ প্যাকেট কোলগেট টুথ পেস্ট-সহ আরও অনেক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।