Crocodile Ate Boy (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৩ জুন: কুমীরের (Crocodile) পেটে মানুষ। শুনতে অবাক লাগলেও এবার এমনই একটি ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। যেখানে ১৩ বছরের এক কিশোরকে 'মেরে খেয়ে নেয়' কুমীর? উত্তরপ্রদেশের গোন্ডার  (Crocodile ate 13-Year Old Boy) উমরি বেগমগঞ্জে এমনই একটি ভয়াবহ ঘটনা ঘটে যায় সম্প্রতি। যেখানে উমরি বেগমগঞ্জে  এক কিশোর গরু, মহিষ স্নান করাতে নদীর পাড়ে নিয়ে যায়। ঘাগরা নদীর পাড়ে মহিষ স্নান করানোর জন্য নিয়ে যায় ওই কিশোর। নদীর পাড় থেকে কয়েক ফুট মাত্র দূরে দাঁড়িয়ে নিজেদের গরু, মহিষ স্নান করানোর কাজ শুরু করে ওই কিশোর। তার মাঝেই ঘটে যায় ভয়াবহ ঘটনা।

দেখা যায়, মহিষ (Buffalo) স্নান করানোর সময় ঘাগরা নদীর প্রায় পাড়ে এসে পড়ে একটি কুমীর। তারপর জল থেকে উঠে এসেই কুমীরটি ওই কিশোরের গায়ে থাবা দিয়ে তাকে তুলে নিয়ে যায়। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন সেই দৃশ্য দেখতে পেলেও, তাঁরা কিছু করতে পারেননি।

নদীর (River) জলে সাতঁরে ওই কুমীরটি মুখে করে ছেলেটিকে নিয়ে চলে যেতে শুরু করে। মাঝ নদীতে এমন দৃশ্য দেখে সেখানকার মানুষজন চমকে ওঠেন। তবে কারও কিছু করার ছিল না। নদীর পাড় থেকে এতটাই দূরে ছিল ওই কিশোর যে কেউ কোনওভাবে তাকে বাঁচাতে পারেনি। ঘাগরা নদীর জলের মাঝখান থেকে শুধুমাত্র ওই কিশোরের মাথা দেখা যেতে শুরু করে। সেই সঙ্গে কুমীরের মাথাও চোখে পড়ে সেখানকার মানুষের।

আরও পড়ুন: Crocodile Attack Caught on Camera: যুবককে মুখে করে টেনে নিয়ে যাচ্ছে মস্ত কুমির, আগ্রায় নদীতে স্নান করতে নেমে সাংঘাতিক কাণ্ড, দেখুন ভিডিও

দেখুন সেই ভিডিয়ো যেখানে কিশোরকে মুখে করে নিয়ে যাচ্ছে কুমীর...

উত্তরপ্রদেশের ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য...

 

ঘটনার সময় পাড়ে দাঁড়িয়ে সেই ছবি দেখা ছাড়া, স্থানীয়রা কিছু করতে পারেননি। ঘাগরা নদীর জল বেয়ে ১৩ বছরের কিশোরকে মেরে তাকে মুখে করে নিয়ে যেতে শুরু করে কুমীরটি।

রবিবারে যখন ঘাগরা নদীতে এমন ঘটনা ঘটে, তা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। পুলিশ এবং উদ্ধারকারী দল ওই কিশোরের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ওই কিশোরের কোনও খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে।