স্কুল থেকে ফেরার পথে আচমকাই নর্দমায় পড়ে গেল এক পড়ুয়া। হায়দরাবাদের (Hyderabad) রাস্তায় এমনই একটি ভিডিয়ো চোখে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে স্কুল থেকে বাড়ি ফেরার সময় এক ছাত্রী অন্নমনস্ক হওয়ায়, সে নর্দমার মধ্যে পড়ে যায়। যা দেখে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। হায়দরাবাদের রাস্তায় কীভাবে এই ধরনের নর্দমা খোলা অবস্থায় থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন মানুষ।
আরও পড়ুন: Youths Harass, Assault Couple Video: পার্কে বসে গল্প কেন? কিশোর, কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ল নীতি পুলিশ
హైదరాబాద్: స్కూల్ అయిపోయిన తర్వాత నడుచుకుంటూ వస్తున్న ఓ పాప ఒక్కసారిగా రోడ్డుపై ఉన్న గుంతలో పడిపోయింది. చిన్నారి కేకలు వేయడంతో అటుగా వెళ్తున్న తోటి విద్యార్థులు, స్థానికుల సాయంతో చిన్నారిని కాపాడారు.#hyderabad pic.twitter.com/qq5LhZXmTX
— DONTHU RAMESH (@DonthuRamesh) February 28, 2023