নয়ডার (Noida) সেক্টর ৪৫-এ এবার বেশ কয়েকজন কিশোরকে ধরে মারধরের অভিযোগ উঠল। নয়ডার ৪৫ নম্বর সেক্টরে বসে বেশ কয়েকজন বন্ধু গল্পগুজব করলে, সেখান হাজির হয় নীতি পুলিশের দল। বন্ধুদের ওই গ্রুপের ছেলেমেয়েরা কেন পার্কে বসে গল্প করছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই সঙ্গে মারধর শুরু করে নীতি পুলিশরা। ওই গ্রুপের এক কিশোরী বিষয়টি দেখে বাধা দিলে, তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, মিউজিক যোগ করে সেই হেনস্থার ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। বিষয়টি হুলুস্থূল শুরু হলে, পুলিশ পদক্ষেপ করে। ভিডিয়োটিতে যাদের দেখা মেলে, তাদের মধ্যে থেকে ২ জনকে গ্রেফতার করা হয় বলে খবর।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)