Youth Created Ruckus (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১ জানুয়ারি: বছর শেষের পার্টি শেষ হয়ে গেলেও, তার রেশ কাটছে না। এবার নতুন বছরের শুরুতেই পুলিশের গাড়ি ভেঙে দিল যুবক। মত্ত অবস্থায় পুলিশের গাড়িতে উঠে, কাঁচ ভেঙে দেয় মদ্য়প। শুধু তাই নয়, কাঁচ ভেঙে পুলিশের ভাঙা গাড়ি থেকে মাথা বের করে বাইরে দাঁড়িয়ে তাকা লোকজনকে কার্যত হুমকি দিতে শুরু করে এক তরুণ। শুনতে অবাক লাগলেও, নতুন বছরের প্রথম দিনে এমনই কুকীর্তি ঘটাল উত্তরাখণ্ডের এক যুবক।

উত্তরাখণ্ডের (Uttarakhand) ওই যুবক মদ্যপ (Drunk Youth) অবস্থায় নিজের বাইক নিয়ে বেশ কয়েকজনকে যেমন ধাক্কা দেয় তেমনি বহু গাড়িকেও ধাক্কা দিয়ে পথ চলতে শুরু করে। মত্ত যুবকের বাইকের ধাক্কায় পরপর বেশ কয়েকজন আহত বলেও জানা যায়। এরপর ওই যুবককে পুলিশ পাকড়াও করে গাড়িতে তোলে।

বছরের শুরুতে দেখুন মত্ত যুবকের কীর্তি...

 

পুলিশের টহলদারি গাড়ির ভিতরে ওই যুবককে তোলা হলেও, সেখানও সে ভাঙচুর চালায়। পুলিশের গাড়িতে উঠে ওই যুবক, সেখানকার কাঁচ ফাটিয়ে দেয়। এরপর ভাঙা কাঁচের বাইরে মাথা বের করে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং পুলিশ কর্মীদেরও সে এক নাগাড়ে হুমকি দিতে শুরু করে। উত্তরাখণ্ডের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।