UP Police Constable Stalks School Girl (Photo Credit: Twitter)

দিল্লি, ৪ মে: এ যেন একেবারে 'ওয়ান্টেড' সিনেমার দৃশ্য। যেখানে স্কুলের এক ছাত্রীর পিছু নিতে দেখা গেল উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবলকে।  প্রকাশ্যে রাস্তার উপর ইউপি পুলিশের ওই হেড কনস্টেবলকে দেখা যায় স্কুল ছাত্রীকে বিরক্ত করতে।  স্কুল ছাত্রীর সাইকেলের পাশে যেতে দেখা যায় ওই পুলিশ কর্মীকে।  যা দেখে রাস্তার উপর রুখে দাঁড়ান এক মহিলা।  ওই পুলিশ কর্মী স্কুল ছাত্রীকে চেনেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশের পোশাক পরে প্রশাসনের ওই কর্মী কীভাবে স্কুল ছাত্রীকে বিরক্ত করতে পারেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। যার জেরে ওই  সময় পুলিশ কর্মীকে দেখা যায় মাথা থেকে হেলমেট খুলে  মুখ প্রকাশ্যে আনতে।

 

ইউপি পুলিশের হেেড কনস্টেবলের কীর্তির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ফলে ওই ব্যক্তিকে চাকরি থেকে আপাতত সাময়েক বরখাস্ত করা হয়েছে বলে খবর।

যে মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি বলেন প্রায়ই প্রশাসনের ওই ব্যক্তি স্কুল ছাত্রীকে বিরক্ত করত।