Puja In Gyanvapi Mosque's Inside (Photo Credit: ANI/Twitter)

আদালতের নির্দেশ মেনে জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) একটি নির্দিষ্ট অংশে করা হয় পুজোপাঠ। বারাণসীর (Varanasi) জ্ঞানবাপী মসজিদের যে অংশে আদালতের নির্দেশ মেনে পুজোপাঠ এবং আরতি করা হয়, তার ভিডিয়ো প্রকাশ্যে এল। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে প্রকাশ করা হয় এই ভিডিয়ো। জ্ঞানবাপী মামলার হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শেখর জৈনের তরফে এই ভিডিয়োর সত্যতা প্রকাশ করা হয়। জ্ঞানবাপী মন্দিরের যে অংশে ব্যাসজী কা তহখানা রয়েছে, সেখানেই পুজোর ব্যবস্থা করা হয়। আদালতের নিয়ম মেনে তবেই ব্যাসজীর তহখানায় পুজোপাঠ এবং আরতীর ব্যবস্থা করা হয় বলে খবর।

আরও পড়ুন: Devotees offered prayer in gyanvyapi:জ্ঞানবাপী মসজিদের অন্দরে পূজার অনুমতি দিল আদালত, কড়া নিরাপত্তায় গোটা এলাকা(দেখুন ভিডিও)

দেখুন ভিডিয়ো...