রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে মিমিক্রির ঘটনায় এবার মুখ খুললেন জাঠ সম্প্রদায়ের মানুষ। জাঠ সম্প্রদায়ের এক সদস্য সুখচেন সিং জানান, "যখন থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে, আমরা দেখেছি কেমনভাবে একজন চাষীর পরিবার হিসেবে ভাইস প্রেসিডেন্টকে মিমিক্রি করা হয়েছে টিএমসিপি এমপির মাধ্যমে এবং পাশের সাংসদরা তা দেখছুলেন।এটা দেশের চাষীদের কাছে অপমান স্বরুপ।
আমরা সেই সম্প্রদায়ের মানুষ যারা সাত জন্মেও নিজেদের শত্রুদের ভুলি না।এবং আমরা আবশ্যিকভাবেই এর প্রতিশোধ নেব যদি না উপ রাষ্ট্রপতিরকাছে ক্ষমা চাওয়া হয়। "
তৃণমূল সাসংদ কল্যাণ বন্দোপাধ্যায়ের জগদীপ ধনকড়কে মিমিক্রির ঘটনায় বিতর্কের সূত্রপাতের শুরু, যেখানে অন্যান্য সাসংদরাও উপস্থিত ছিলেন মিমিক্রির সময়।ঘটনার নিন্দা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূও।
#WATCH | Jat community holds protest in support of Vice President of India and Rajya Sabha chairman Jagdeep Dhankhar.
Sukhchain Singh, a member of the Jat community says, “Ever since the video went viral (of TMC MP mimicking Vice President Dhankar) we saw how being born in a… pic.twitter.com/Ti1mAw3YTx
— ANI (@ANI) December 20, 2023