NDA candidate C.P. Radhakrishnan Nomination (Photo Credit: X@ANI)

জগদীপ ধনখড় পদত্যাগ করার পরে, সকলেই তাকিয়ে ছিল এন ডি এ-র তরফে কাকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়। এরপরই গত রবিবার সন্ধ্যায় বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ঘোষণা করেন, এনডিএ-র উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ৷ বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ৷ এছাড়া তামিলনাড়ুর কোয়েম্বাটোর লোকসভা কেন্দ্র থেকে দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন ৷

প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে মনোনয়ন জমা দিলএন রাধাকৃষ্ণান-

আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচনের মনোনয়ন জমা দেবার সময় শুরু হতেই আজ সকালে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পত্র পেশ করলেন এনডিএ পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকের উপস্থিতিতে মনোনয়ন পেশ করেছেন সি পি রাধাকৃষ্ণণ। মনোনয়ন পেশের পর প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান।

মনোনয়ন জমা দিলেন সি পি রাধাকৃষ্ণণ

দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে বিরোধীদের ‘ইন্ডি’ জোট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ৭৯ বছরের বালাকৃষ্ণ সুদর্শন রেড্ডি হলেন বিরোধীদের প্রার্থী। উপরাষ্ট্রপতি নির্বাচনে সি পি রাধাকৃষ্ণণ ও বালাকৃষ্ণ সুদর্শন রেড্ডির মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা।নির্বাচন নিয়ে সুদর্শন রেড্ডি বলেন, "এটা রেড্ডি বনাম রাধাকৃষ্ণণ নয়। আমি মনে করি না যে মি. রাধাকৃষ্ণণও এটাকে রেড্ডি বনাম রাধাকৃষ্ণণ হিসেবে বিবেচনা করেন। বর্তমানে দুজন প্রার্থী আছেন, আমরা জানি না আগামীকাল তৃতীয় প্রার্থী থাকতে পারে। আমরা জানি না যে কতজন প্রার্থী থাকবেন যেহেতু এই অর্থে এটি কোনও সাধারণ নির্বাচন নয়। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন সাংসদদের দ্বারা। অতএব, কোনও হুইপের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে এই লোকটিকে ভোট দেওয়ার বা সেই লোকটিকে ভোট না দেওয়ার জন্য বলার প্রশ্নই ওঠে না। এটি তাদের প্রজ্ঞা এবং ব্যক্তিগত মূল্যায়ন..."

কী বললেন বালাকৃষ্ণ সুদর্শন রেড্ডিঃ