নয়াদিল্লিঃ পঞ্জাবের (Punjab)লুধিয়ানায় (Ludhiana) ভয়াবহ দুর্ঘটনা(Accident)।নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল পিক আপ ভ্যান। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু দুই শিশু-সহ ছয় পুণ্যার্থীর। নিখোঁজ পাঁচজন। ইতিমধ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে লুধিয়ানার জাগেরা সেতুর কাছে। কটি মালবাহী গাড়িকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। জানা গিয়েছে ওই পিকআপ ভ্যানের মধ্যে ছিলেন পঞ্জাবের মানকওয়াল গ্রামের ২৫ জন বাসিন্দা। তাঁরা হিমাচল প্রদেশের নয়না দেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকেই ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। জল থেকে ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। হাসপাতালে একজনের মৃত্যু হয়। সারারাতের পর সোমবার সকালেও জারি উদ্ধারকাজ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক মনবিন্দর সিং গিয়াসপুরা। তাঁর সঙ্গে ছিলেন এসএসপি খান্না জ্যোতি যাদব, ডিসি হিমাংশু জৈন, পুলিশ ও প্রশাসনের কর্তারা। পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।
ওভারটেক করতে গিয়ে খালে পড়ল পিকআপ ভ্যান, মৃত ৬ পুণ্যার্থী,নিখোঁজ ৫
Punjab Road Accident: 4 Killed As Pickup Vehicle Plunges Into Sirhind Canal Near Jagera Bridge in Ludhiana#Punjab #RoadAccident #Accident #Ludhiana
— LatestLY (@latestly) July 28, 2025