উত্তরাখন্ডে দাবানল(Photo Credits: IANS)

২৯মে,২০১৯: তীব্র দহনে জ্বলছে গোটা দেশ। কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপপ্রবাহে জেরবার অবস্থা। সেই দহনের আঁচ গিয়ে পৌঁছেছে উত্তরাখণ্ডেও। দাবানল (Forest Fire)শুরু হয়ে গিয়েছে উত্তরাখন্ডের (Uttarakhand) আলমোরা(Almora), নৈনিতালের জঙ্গলে। তেহারি জঙ্গলে নতুন করে ছড়িয়ে পড়েছে সেই আগুন। বনদপ্তর এবং দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

জঙ্গলের আগুনের(Fire) জেরে বাড়ছে এলাকার তাপমাত্রাও. এদিকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেরাদুনের মত পার্বত্য এলাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

উত্তরাখন্ডের বেশিরভাগ এলাকাই জঙ্গলে ঘেরা। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ১০০০ হেক্টর বনভূমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে ৭৮৩ হেক্টর জমি সংরক্ষিত বনাঞ্চল। এরই মধ্যে দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগামি তিন চারদিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে বলে সতর্ক করা হয়েছে।