Cracks In Uttarakhand Village (Photo Credit: ANI/Twitter/File Photo)

দেরাদুন, ৪ জুলাই:  এবার ফের ফাটল নিয়ে আতঙ্ক ছড়াল উত্তরাখণ্ডে। যোশিমঠের পর উত্তরকাশির একটি গ্রামে ফাটল দেখা যায় বলে খবর। রিপোর্টে প্রকাশ, উত্তরকাশির মাস্তারি গ্রামের বেশ বাড়িতে ফাটল দেখা যায়, বৃষ্টির পর। যোশিমঠ থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে উত্তরকাশির এই মাস্তারি গ্রাম। যেখানে প্রায় এক হাজার মানুষের বাস। ফলে মাস্তারি গ্রামে ফাটল ধরা পড়ার পর, সেখানকার বাসিন্দাদের জোর কদমে সরানো হচ্ছে অন্যত্র।

জানা যাচ্ছে, উত্তরকাশির এই মাস্তারি গ্রামে এর আগেও বহু বাড়িতে ফাটল ধরা পড়ে। এই গ্রামের পুরনো সমস্যা এটি। তবে সম্প্রতি জোরদার বৃষ্টির পর মাস্তারির বেশ কিছু বাড়িতে পরপর ফাটল ধরা পড়তে শুরু করে। পাশাপাশি এবার ফাটল ধরা পড়তেই, সেই জায়গা দিয়ে ঘরে একটু একটু করে জল ঢুকতে শুরু করে। তার ফলেই মাস্তারি গ্রামের বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

পাশাপাশি মাস্তারিতে প্রায়শয়ই ভূমিধস দেখা দিচ্ছে। এ আগে প্রশাসনকে বলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু এবার ফাটল দেখা দিতেই সেখানে বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা পৌঁছে যান এবং স্থানীয়দের সতর্ক করেন।